
পাঁচ দিন পরেই শুরু হবে ইংল্যান্ড–ভারত টেস্ট সিরিজ। পতৌদি ট্রফি নয়, অ্যান্ডারসন–টেন্ডুলকার ট্রফি জয়ের জন্যই এখন থেকে টেস্ট সিরিজ খেলবে দুই দল। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করেই গতকাল নতুন এই ট্রফির উন্মোচন করার কথা ছিল। কিন্তু ভারতের আহমেদাবাদের সাম্প্রতিক বিমান দুর্ঘটনার পর দুই দেশের ক্রিকেট বোর্ড ইসিবি ও বিসিসিআই সিদ্ধান্ত নেয় অনুষ্ঠান স্থগিত করার।
সিরিজের ট্রফির নাম পরিবর্তনের পর সমালোচনা কম হয়নি। ইংল্যান্ড ও ভারত, দু্ই দেশেরই হয়ে টেস্ট খেলা ইফতেখার আলী খান পতৌদির নামেই নামকরণ হয়েছিল ট্রফিটির। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছিল পতৌদির পরিবারকে জানিয়েই তারা পতৌদি ট্রফিটি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে অনেকেই মানতে পারেননি এই সিদ্ধান্ত, তাঁদের মনে হয় পতৌদিকে অসম্মান করা হয়েছে।
এমনকি বিব্রত হয়ে শচীন টেন্ডুলকারও দুই দেশের ক্রিকেট বোর্ডকে অনুরোধ করেছিলেন সিরিজে পতৌদির নামে কিছু একটা হলেও যেন রাখা হয়। পরে আইসিসির বর্তমান চেয়ারম্যান ও বিসিসিআইয়ের সাবেক সচিব জয় শাহ উদ্যোগ নেন এ বিষয়ে। তাঁর মধ্যস্থতায় দ্বিপক্ষীয় এই সিরিজে পতৌদির নামে কিছু একটা রাখার সিদ্ধান্ত হয়েছে।
ইসিবির এক কর্মকর্তা নিশ্চিত করেছেন বিষয়টি, ‘হ্যাঁ, পতৌদি নামটি সিরিজের সঙ্গে যুক্ত থাকছে। বিষয়টি নিশ্চিত।’ ধারণা করা হচ্ছে, সিরিজজয়ী অধিনায়ককে ইফতেখার আলী পতৌদির ছেলে ভারতের সাবেক অধিনায়ক প্রয়াত মনসুর আলী খান পতৌদির নামে একটি স্মারক পদক বা মেডেল দেওয়া হবে।