পেশোয়ার জালমি ছেড়ে পাঞ্জাব কিংসে যোগ দিচ্ছেন মিচেল ওয়েন
পেশোয়ার জালমি ছেড়ে পাঞ্জাব কিংসে যোগ দিচ্ছেন মিচেল ওয়েন

নাহিদ রানার আরেক সতীর্থকে পিএসএল থেকে নিয়ে যাচ্ছে আইপিএল

শুরুটা হয়েছিল করবিন বশকে দিয়ে। পিএসএল ড্রাফট থেকে বশকে কিনেছিল পেশোয়ার জালমি, যে দলে আছেন বাংলাদেশের আলোচিত ফাস্ট বোলার নাহিদ রানা।

কিন্তু চোটজনিত বদলি খেলোয়াড় হিসেবে মুম্বাই ইন্ডিয়ানস দলে ভেড়ায় বশকে। ফলে দক্ষিণ আফ্রিকার এই পেসার পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দেন। এ ঘটনায় তাঁকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে পিএসএল কর্তৃপক্ষ।

এবার পিএসএল থেকে মিচেল ওয়েনকেও নিয়ে যাচ্ছে আইপিএল। অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যানও পেশোয়ার জালমিতে নাহিদ রানার সতীর্থ। ২৩ বছর বয়সী ওয়েনকে ৩ কোটি রুপিতে কিনেছে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার দল পাঞ্জাব কিংস।

ডান হাতের আঙুলে চিড় ধরায় এবারের আইপিএল থেকে ছিটকে গেছেন গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার এই তারকার পরিবর্তে তাঁরই স্বদেশি ওয়েনকে নিয়েছে পাঞ্জাব। আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা।

পেশোয়ার জালমিকে বাদ দিয়ে মুম্বাই ইন্ডিয়ানসে খেলছেন করবিন বশ (ডানে)

তবে টুর্নামেন্টের মাঝপথে পিএসএল ছেড়ে আইপিএলে যাওয়ার খবর এলেও বশকে কোনো ধরনের নিষেধাজ্ঞায় পড়তে হবে না বা শাস্তি পেতে হবে না। ইএসপিএন ক্রিকইনফো বলছে, পেশোয়ারের সঙ্গে সমঝোতা করেই পাঞ্জাবে যোগ দিচ্ছেন ওয়েন।

এই মুহূর্তে পিএসএল পয়েন্ট তালিকার পাঁচে আছে পেশোয়ার জালমি। লিগ পর্বে তাদের আরও তিন ম্যাচ বাকি। এর মধ্যে অন্তত দুটিতে বড় ব্যবধানে না জিততে না পারলে দলটি প্লে-অফ পর্বের আগেই ছিটকে পড়বে। লিগ পর্বে পেশোয়ারের শেষ ম্যাচ ৯ মে। সেদিনই দলটির বিদায় নিশ্চিত হলে পাকিস্তান ছেড়ে ভারতে যাবেন ওয়েন; যোগ দেবেন পাঞ্জাব কিংসে।

কিন্তু পেশোয়ার জালমি যদি প্লে-অফ পর্বে ওঠে, তাহলে ওয়েনের পাঞ্জাব কিংসে যোগ দিতে দেরি হবে। পেশোয়ার ফাইনাল পর্যন্ত যেতে পারলে ওয়েনকে ১৮ মে পর্যন্ত পাকিস্তানে থেকে যেতে হবে। সে ক্ষেত্রে তিনি পাঞ্জাবের হয়ে শুধু আইপিএলের প্লে-অফ পর্বে খেলতে পারবেন।

বর্তমানে পাঞ্জাব পয়েন্ট তালিকার চারে আছে। লিগ পর্বে বাকি থাকা চার ম্যাচের দুটিতে জিতলেই দলটির প্লে-অফে খেলা একরকম নিশ্চিত। আইপিএলে প্লে-অফের লড়াই শুরু পিএসএল শেষ হওয়ার এক দিন পর, ২০ মে।

বিগ ব্যাশ লিগ ফাইনালে সেঞ্চুরি করে সাড়া ফেলেন মিচেল ওয়েন

মিচেল ওয়েন এখন পর্যন্ত স্বীকৃতি ৩৪ টি-টোয়েন্টি ম্যাচে ১৮৪.৫৭ স্ট্রাইক রেটে ৬৪৬ রান করেছেন। সর্বশেষ বিগ ব্যাশ লিগ ফাইনালে হোবার্ট হারিকেনসের হয়ে ১১ ছক্কা ও ৬ চারে ৪২ বলে ১০৮ রানের ইনিংস উপহার দিয়ে ক্রিকেট বিশ্বে আলোড়ন তোলেন।

এরপর দক্ষিণ আফ্রিকার এসএ২০-তে খেলার সুযোগ পান। দল পান পিএসএলেও। এবার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলেও ডাক পড়ল তাঁর।