ম্যাচ জয়, পূর্ণ তিন পয়েন্ট পাওয়ার স্বস্তি ব্রাজিল শিবিরে
ম্যাচ জয়, পূর্ণ তিন পয়েন্ট পাওয়ার স্বস্তি ব্রাজিল শিবিরে

চিলি ০-১ ব্রাজিল

ছবিতে দেখুন ব্রাজিলের চিলি জয়

প্রথম ছয় ম্যাচের সবগুলো জিতে ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে দক্ষিণ মহাদেশের পয়েন্ট টেবিলে শীর্ষে ছিল ব্রাজিল। সান্তিয়াগোয় আজ নিজেদের সপ্তম ম্যাচে চিলির মুখোমুখি হয় তিতের দল। প্রতিপক্ষের মাঠে ১-০ গোলের জয়ে বাছাইপর্বে শতভাগ জয়ের ধারা বজায় রাখলেন নেইমার-কাসেমিরোরা। গোল করেছেন এভেরতন রিবেইরো
ম্যাচের আগে, জাতীয় সঙ্গীত গাইছেন নেইমাররা
ওরা এগারোজন। চিলির বিপক্ষে জয়টাই যাদের লক্ষ্য
এদের মিলিতাও আজ খেলেছিলেন ব্রাজিলের রক্ষণে
নেইমার যে খুব দুর্দান্ত খেলেছেন, বলা যাবে না। তবে ম্যাচের অধিকাংশ আক্রমণেই কোনো না কোনোভাবে জড়িয়ে ছিলেন তিনি
ছিলেন কাসেমিরোও। মাঝমাঠের নিয়ন্ত্রণ চিলির হাতে যেতে দেননি একদম
অবশেষে স্বস্তির গোল। সে গোলের পরেই ব্রাজিল তারকাদের উল্লাস
দ্বিতীয়ার্ধে মাঠে নামানো হয়েছিল সদ্যই আতলেতিকো মাদ্রিদে যোগ দেওয়া স্ট্রাইকার মাতিয়াস কুনিয়াকে
শুরুতে খেলেছিলেন গাব্রিয়েল বারবোসা। ৪-৪-২ ছকে মূল স্ট্রাইকার হিসেবে তেমন আলো ছড়াতে পারেননি
গোটা নব্বই মিনিট ধরে বুক চিতিয়ে দলের রক্ষণভাগ সামলেছেন। মার্কিনিওসকে কোচ তিতে তো এভাবেই জড়িয়ে ধরবেন!
ম্যাচের একটি বিশেষ মূহুর্তে মিডফিল্ডার লুকাস পাকেতা