মেসির অ্যাসিস্টের সংখ্যা এখন ৪০৪
মেসির অ্যাসিস্টের সংখ্যা এখন ৪০৪

অ্যাসিস্টের চূড়ায় মেসি, পাশে পুসকাস

লিওনেল মেসি ইন্টার মায়ামিকে লিগস কাপের ফাইনালে তোলার পথে কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসের ৪০৪টি অ্যাসিস্টের রেকর্ডে ভাগ বসিয়েছেন। সিনসিনাটির বিপক্ষে ম্যাচে একটি গোল করা ও তিনটি অ্যাসিস্ট করার মাধ্যমে মেসি এই মাইলফলক স্পর্শ করেন। ১,১৩৫ ম্যাচে তার মোট অ্যাসিস্ট সংখ্যা ৪০৪, যেখানে ক্লাবের হয়ে ৩৪৩টি এবং আর্জেন্টিনার হয়ে ৬১টি। এই তালিকায় পেলের ৩৬৯টি ও ইয়োহান ক্রুইফের ৩৫৮টি অ্যাসিস্ট রয়েছে। টমাস মুলার ৩৫৩টি অ্যাসিস্ট নিয়ে মেসির পরেই আছেন।