Thank you for trying Sticky AMP!!

টটেনহামের দুই তারকা ফরোয়ার্ড কেইন (ডানে) ও সন

কেইন–সনরা ‘স্বার্থপরের দল’

চ্যাম্পিয়নস লিগ এবং অন্য ঘরোয়া টুর্নামেন্ট থেকে বিদায়ে এমনিতেই হতাশ হয়ে পড়েছিলেন টটেনহাম কোচ আন্তোনিও কন্তে। এর মধ্যে গতকাল রাতে সাউদাম্পটনের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে প্রিমিয়ার লিগেও সেরা চারে থাকা নিয়ে শঙ্কায় পড়েছে স্পাররা। দলের এমন পরিস্থিতিতে নিজের মেজাজ আর ধরে রাখতে পারলেন না কন্তে।

সাউদাম্পটন ম্যাচের পর দলের খেলোয়াড় এবং মালিককে নিয়ে নিজের ক্ষোভের কথা জানিয়েছেন এই ইতালিয়ান কোচ। খেলোয়াড়দের স্বার্থপর বলার পাশাপাশি ক্লাবমালিকের কোনো কিছু জিততে না পারা নিয়েও কটাক্ষ করেছেন কন্তে।

Also Read: ‘তরুণ’ ইব্রার ‘বুড়ো’ রেকর্ড

সাউদাম্পটনের বিপক্ষে তাদের মাঠে প্রিমিয়ার লিগের ম্যাচে তিনবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জিততে ব্যর্থ হয়েছে টটেনহাম। বারবার এগিয়েও দলের এমন হার যেন মানতেই পারছেন না কন্তে। তিনি বলেছেন, ‘খেলোয়াড়েরা স্বার্থপর। তারা একজন অন্যজনকে কোনো সাহায্য করে না। টটেনহাম কোচ বদলাতে পারে, কিন্তু পরিস্থিতি বদলাতে পারবে না।’

হ্যারি কেনদের স্বার্থপর বলছেন কন্তে

২০০১ সালে ক্লাবের মালিকানা নেওয়ার পর দানিয়েল লেভির অধীনে মাত্র একটি শিরোপা জিতেছে টটেনহাম। সেটি ছিল ২০০৮ সালের লিগ কাপ। এর মধ্যে তারা ১১ জন কোচকে ডাগআউটে এনেছে। কিন্তু এরপরও বদলায়নি শিরোপাভাগ্য। চেষ্টা করেও বিশেষ কোনো পার্থক্য আনতে পারছেন না ২০২১ সালে দায়িত্ব নেওয়া কন্তেও

Also Read: ৫ দিন, ২ ম্যাচ, ১২৬ মিনিট, ৮ গোল—হলান্ড মানুষ, নাকি যন্ত্র

টটেনহামের শিরোপা-খরা নিয়ে প্রশ্ন তুলে কন্তে বলেছেন, ‘টটেনহামের গল্পটা হলো—২০ বছর ধরে দলের একই মালিক আছে, কিন্তু তারা কিছুই জিততে পারেনি। কেন? এটা কি শুধু ক্লাবের সমস্যা, নাকি যেসব কোচ এখানে ছিলেন তাদের প্রত্যেকের সমস্যা? আমি টটেনহামের বেঞ্চে অনেক কোচ দেখেছি। আপনি কোচের সংখ্যা বদলে প্রতিবার পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।’

রিচার্লিসনের সঙ্গেও সম্পর্কটা ভালো যাচ্ছে না কন্তের

দলের অবস্থা নিয়ে কন্তে আরও বলেছেন, ‘এখন পর্যন্ত আমি পরিস্থিতি আড়াল করার চেষ্টা করেছি। কিন্তু এখন আর নয়। কারণ, আজ আমি যা দেখেছি, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটা সমর্থকদের জন্যও গ্রহণযোগ্য নয়।’

Also Read: স্ত্রীর বিচ্ছেদের ঘোষণায় খাওয়া বন্ধ দানি আলভেজের

দলকে সঠিক পথে ফেরানোর উপায় জানাতে গিয়ে কন্তে বলেছেন, ‘শুধু ক্লাব, কোচ এবং স্টাফদের নয়, দলের খেলোয়াড়দেরও এই পরিস্থিতির সঙ্গে যুক্ত করতে হবে। কারণ, টটেনহাম যদি সত্যিই নিজেদের বদলাতে চায়, তবে এটাই পরিস্থিতি বদলানোর সঠিক সময়। আর তারা যদি এভাবে এগোতে থাকে, তবে তারা কোচ বদলাতে পারে। অনেক কোচ নিয়ে আসতে পারে। কিন্তু বিশ্বাস করেন, পরিস্থিতি বদলাবে না।’