পাঞ্চ করছেন জিনাত ফেরদৌস, রক্ষণে আফরা খন্দকার
পাঞ্চ করছেন জিনাত ফেরদৌস, রক্ষণে আফরা খন্দকার

বক্সিং রিংয়ে এক দিন

জাতীয় বক্সিংয়ে আজ ছিল উৎসবমুখর দিন। পল্টনের মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে ৫২ কেজি ওজন শ্রেণির ফাইনালে আফরা খন্দকারের মুখোমুখি হন যুক্তরাষ্ট্রপ্রবাসী বক্সার জিনাত ফেরদৌস। ছিল অন্য এক নাটকীয় ঘটনাও। ছবি তুলেছেন প্রথম আলোর জ্যেষ্ঠ আলোকচিত্রী শামসুল হক—
লড়াইয়ের জন্য প্রস্তুত জিনাত ফেরদৌস (ডানে) ও আফরা খন্দকার (বাঁয়ে)
তিন রাউন্ডের লড়াইয়ে শুরু থেকেই জিনাত ছিলেন আক্রমণাত্মক। পাঞ্চে ছিল গতি
রক্ষণ সামলে লড়াইয়ে টিকে থাকার চেষ্টা করেছেন আফরা খন্দকার। বার কয়েক মোক্ষম ঘুষিতে কিছুটা নড়বড়ে হলেও শেষ পর্যন্ত দমে যাননি আফরা। বরং জিনাতের ঘন ঘন আক্রমণের ফাঁক গলে এক-আধটু পাল্টা আঘাতও করতে পেরেছেন
গ্যালারিতে বসে খেলা দেখছিলেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক ও আফরার বড় বোন আফঈদা খন্দকার। পাশে ছিলেন তাঁদের মা–বাবাও
তিন রাউন্ডের খেলা শেষ, জিনাতই চ্যাম্পিয়ন
বক্সিং রিংয়ে একজন আরেকজনকে ঘুষিতে ঘুষিতে বিপর্যস্ত করার চেষ্টা করেছেন। তবে সেটি তো শুধুই খেলা। লড়াই শেষে জিনাত ফেরদৌস ও আফরা খন্দকার তাই আলিঙ্গনে বন্দী
জাতীয় বক্সিংয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর জিনাত ফেরদৌস বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পদক জয়ের আকাঙ্ক্ষার কথা বলেছেন
ফাইনালের কয়েক ঘণ্টা আগেই বক্সিং রিংয়ে এক ব্যতিক্রমী দৃশ্য। রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ আনসারের বক্সার জাহিদুল ইসলাম প্রতিবাদ হিসেবে রিংয়ে বসে পড়েন
জাহিদুলের ঘটনায় ক্ষুব্ধ আনসার দল বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সভাপতির কাছে অভিযোগ করে এবং তাৎক্ষণিকভাবে প্রতিযোগিতা থেকে নিজেদের প্রত্যাহারের হুমকি দেয়। যদিও পরে তারা খেলায় ফেরে
বক্সার জিনাত ফেরদৌসের সঙ্গে বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার