৩৪তম জাতীয় সাঁতারে আজ প্রথম দিনেই দেখা গেল পাঁচটি রেকর্ড। মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে আজ রেকর্ড গড়ার দিনটি আসুন ছবির গল্পে দেখে নিই—
২০০ মিটার ফ্রিস্টাইলে ৯ বছর আগের পুরোনো রেকর্ড ভাঙতে কাজল মিয়ার সময় লেগেছে ১ মিনিট ৫৫.০৬ সেকেন্ড। রেকর্ড গড়ার পর কাজলের প্রতিক্রিয়া
বিজ্ঞাপন
২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে কাজল ভেঙেছেন ২০২৪ সালে নিজের গড়া রেকর্ড। গত বছর জাতীয় সাঁতারে প্রথম হতে কাজলের লেগেছিল ২ মিনিট ০৯.৪১ সেকেন্ড, এবার লেগেছে ২ মিনিট ০৫.৯৫ সেকেন্ড
বিজ্ঞাপন
ছেলেদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে নিজের রেকর্ড ভেঙেছেন নৌবাহিনীর সামিউল ইসলাম। গত আসরে সোনা জিততে সামিউল সময় নেন ২৬.৭৯ সেকেন্ড, এবার লেগেছে ২৬.০৫ সেকেন্ড। এই ইভেন্টে এ নিয়ে চতুর্থবার সেরা হলেন সামিউল১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতেও মাহামুদুন্নবী নাহিদ, নূর আলম ও আসিফ রেজাকে সঙ্গে নিয়ে রেকর্ড গড়ে সোনা জিতেছেন সামিউলমেয়েদের ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে প্রথম হয়েছেন নৌবাহিনীর মাইশা আক্তার, যূথী আক্তার, এ্যানি আক্তার ও সোনিয়া আক্তার। সোনা জিততে এই চার সাঁতারুর লেগেছে ৪ মিনিট ২৫.৫৫ সেকেন্ড