Thank you for trying Sticky AMP!!

তথ্যপ্রযুক্তিতে নারীর অংশগ্রহণ ১৫ শতাংশ

তথ্যপ্রযুক্তিতে নারীর অংশগ্রহণ বাড়ছে। ছবি: সংগৃহীত

দেশে ছোট ও মাঝারি আকারের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে নারীর অংশগ্রহণ ১৫ শতাংশ। সম্প্রতি তথ্যপ্রযুক্তি খাতে নারীর অংশগ্রহণ নিয়ে একটি সমীক্ষার ফল প্রকাশ করেছে দেশি গবেষণা প্রতিষ্ঠান প্রেনিউর ল্যাব। গত বৃহস্পতিবার প্রকাশিত ওই সমীক্ষায় দেশের ১০৭টি বিভিন্ন ধরনের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে হার্ডওয়্যার, সফটওয়্যার ও ই-কমার্স প্রতিষ্ঠান।

প্রেনিউর ল্যাবের তথ্য অনুযায়ী, নারীদের অধিকাংশ ই-কমার্সের সঙ্গে যুক্ত। বড় প্রতিষ্ঠানের অধিকাংশ তথ্যই পাওয়া যায়নি। দেশে সফটওয়্যার নির্মাতাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের ৬৮৮টি কোম্পানির মধ্যে মাত্র ৩৩টির প্রতিনিধি নারী।

সমীক্ষায় দেখা গেছে, দেশের ২০ শতাংশ নারী ইন্টারনেট ব্যবহার করেন। তাঁদের মধ্যে ১৮ থেকে ২৪ বয়সী ইন্টারনেট ব্যবহারকারী ৪৬ শতাংশ। ২৫ থেকে ৩৪ বয়সী ৪২ শতাংশ। বাংলাদেশের মোট ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে ২০ শতাংশ নারীর ফেসবুক প্রোফাইল।