Thank you for trying Sticky AMP!!

দেশে নতুন সাশ্রয়ী স্মার্টফোন 'ভিশন ১'

ভিশন ১। ছবি: আইটেলে সৌজন্যে

দেশের বাজারে ভিশন সিরিজের প্রথম হ্যান্ডসেট ‘ভিশন ১’ আনল আইটেল। স্মার্টফোনটিতে রয়েছে ৬.০৮৮ ইঞ্চি এইচডি প্লাস আইপিএস ফুলস্ক্রিন ডিসপ্লে। এতে ল্যামিনেটেড ডিসপ্লে, ব্লু-রে আই প্রোটেকশন মোড, আই ব্রাইটনেস মোডের মতো ফিচার রয়েছে।

আইটেল ভিশন ১-এর ব্যাটারি ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা এআই প্রযুক্তির স্মার্টফোনটি ব্যাটারির অপ্রয়োজনীয় ব্যবহার হতে স্বয়ংক্রিয়ভাবে ব্যাটারিকে রক্ষা করতে পারে। ফোনটিতে রয়েছে আলট্রা পাওয়ার সেভিং মোড এবং অটো পাওয়ার সেভিং মোড।

আইটেল ভিশন ১ স্মার্টফোনটিতে রয়েছে ৩২ জিবি স্টোরেজ, ২ জিবি র‍্যাম আর ১.৬ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর। এর পেছনে ৮ মেগাপিক্সেল ফ্ল্যাশসহ ডুয়েল সেটআপ ও সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা সুবিধা আছে। স্মার্টফোনটির দাম ৬ হাজার ৯৯০ টাকা।