Thank you for trying Sticky AMP!!

নতুন নাম আর নতুন ফিচার পেল গুগল ফিড

গুগল ফিডের নতুন নাম

গুগল তাদের ফিডে বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে। গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, গুগল ফিডের নাম পরিবর্তন করে রাখা হয়েছে গুগল ডিসকাভার। এটি মোবাইল সার্চ সাইটেও পাওয়া যাবে। সার্চের বিষয়টিকে নতুন করে সাজানোর পাশাপাশি এ ক্ষেত্রে আরও কিছু পরিবর্তন এসেছে।

গুগল সার্চের পণ্য ব্যবস্থাপক কারেন করবি বলেন, এত দিন গুগল ফিড নামে পরিচিত ফিচারটি এখন থেকে গুগল ডিসকাভার নামে পরিচিত হবে। এতে নতুন নকশা করা হবে। এর মধ্যে বিভিন্ন কনটেন্ট ও বিষয় সহজে পাওয়া যাবে। এতে নতুন টপিক হেডার যুক্ত হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা স্ক্রিনে কোনো কনটেন্ট দেখছেন, সে সম্পর্কে তথ্য দেখাবে। যখন কোনো বিষয় চোখে পড়বে, তখন এতে সে সম্পর্কে আরও বিস্তারিত জানার আগ্রহ তৈরি হবে।

প্রতিটি টপিকের পাশে নতুন ডিসকাভার আইকন পাওয়া যাবে। ওই বিভাগের পাশে আগ্রহ সৃষ্টিকারী অন্য কনটেন্ট দেখানো হবে।

গুগল বলছে, তাদের ফিডকে আরও ব্যক্তিগত পর্যায়ে ব্যবহারের সুবিধা করে দিতে এতে আরও কাস্টমাইজড সুবিধা যুক্ত হচ্ছে। গুগল ডিসকাভারে কন্ট্রোল আইকন চেপে, নির্দিষ্ট বিষয়ে কনটেন্ট দেখার সংখ্যা বাড়ানো বা কমানো যাবে। তথ্যসূত্র: গ্যাজেটস নাউ।