Thank you for trying Sticky AMP!!

মেসেঞ্জারের অজানা সব সুবিধা

তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের অ্যাপ মেসেঞ্জারের বর্তমান ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটির বেশি। সংখ্যাটা প্রতিনিয়ত বাড়ছে। যোগাযোগের এই মাধ্যম প্রতিনিয়ত নতুন সুবিধা যোগ করছে নির্মাতা প্রতিষ্ঠান ফেসবুক। বার্তা আদান-প্রদান ছাড়াও অডিও-ভিডিও কল করার সুবিধা আছে এতে। আরও অনেক সুবিধা আছে, যা অনেক ব্যবহারকারীরই অজানা। এমন কিছু সুবিধার উল্লেখ থাকছে এখানে। তবে সুবিধাগুলো পেতে নামিয়ে নিতে হবে মেসেঞ্জারের সর্বশেষ সংস্করণ। গ্রন্থনা: শাওন খান

.

ছবির মধ্যে লেখা বা আঁকা
মেসেঞ্জারে ছবি পাঠানোর সময় সে ছবিতে চাইলে কিছু লিখে বা এঁকে দিতে পারেন। ছবি চিহ্নিত আইকন চাপলে আপনার ফোনের গ্যালারিতে থাকা ছবিগুলো দেখাবে। যেকোনো ছবি নির্বাচন করলে তাতে প্রেরণ ও পেনসিল আইকন আসবে। পেনসিল আইকনে চাপলেই আঁকা বা লেখার সুযোগ পাবেন।

.

জেনে নিন বার্তা পৌঁছাল কি না
মেসেঞ্জারে কোনো বার্তা পাঠালে সেটির ডানে একটি নীল রঙের বৃত্ত দেখায়। বার্তা পৌঁছে গেলে বৃত্তটির মধ্যে টিক চিহ্ন উঠবে। প্রাপক অনলাইনে থাকলে টিক চিহ্নসহ বৃত্ত নীল রঙে ভরে যাবে। আর প্রাপক বার্তা পড়লে বৃত্তটিতে প্রাপকের ছবি দেখাবে।

.

ভয়েস মেসেজ পাঠাতে চাইলে
ভয়েস মেসেজ পাঠাতে মেসেঞ্জার অ্যাপের প্রাপকের ইনবক্সে ঢুকলে নিচের সারিতে মাইক্রোফোন চিহ্ন দেখতে পাবেন। তাতে ক্লিক করলেই ‘রেকর্ড’ লেখা লাল বৃত্ত আসবে। লাল বৃত্তে চেপে ধরে রেখে সর্বোচ্চ এক মিনিটের বার্তা রেকর্ড করতে পারবেন। রেকর্ড হয়ে গেলে ছেড়ে দিন।

.

অবস্থানের ছবি পাঠানো
মেসেঞ্জারে বার্তা আদান-প্রদানের সময় আপনার অবস্থানের চিত্রও পাঠাতে পারবেন। এ জন্য নিচের সারিতে লোকেশন আইকন চাপলেই মেসেঞ্জার আপনার অবস্থান দেখানোর অনুমতি চাইবে, অনুমতি দিলে আপনার বর্তমান অবস্থান মানচিত্রে দেখাবে।

.

নোটিফিকেশন বন্ধ করতে
মেসেঞ্জার অ্যাপে কেউ বার্তা পাঠালে তা নোটিফিকেশন দেখায়। কখনো কখনো তা বিরক্তির কারণ হতে পারে। তাই মেসেঞ্জারের নির্দিষ্ট কোনো ব্যক্তির নোটিফিকেশন বন্ধ রাখতে ইনবক্সে গিয়ে ওপরে ডান কোনায় ‘i’ লেখা আইকনে এবং আইওএস হলে ওপরে নামের মধ্যে চাপলে নোটিফিকেশন অপশনটি দেখাবে।