Thank you for trying Sticky AMP!!

হিসাব নম্বর ও চৌম্বকীয় কালিতে ছাপা অক্ষর শনাক্তের ব্যবস্থাসহ প্রথমদিকের একটি চেক

ব্যাংক চেক প্রক্রিয়ার জন্য ইলেকট্রনিক যন্ত্র

২৮ জানুয়ারি ১৯৫২

কম্পিউটারভিত্তিক ব্যাংক চেক প্রক্রিয়া করার ইলেকট্রনিক রেকর্ডিং মেশিন তৈরির চুক্তি সম্পাদন করে ব্যাংক অব আমেরিকা ও এসআরআই ইন্টারন্যাশনাল।

২৮ জানুয়ারি ১৯৫৫

সান মাইক্রোসিস্টেমের সহপ্রতিষ্ঠাতা বিনোদ খোসলা ভারতের নতুন দিল্লিতে জন্মগ্রহণ করেন।

২৮ জানুয়ারি ১৯৫২
ব্যাংক চেক প্রক্রিয়ার জন্য ইলেকট্রনিক যন্ত্র
কম্পিউটারভিত্তিক ব্যাংক চেক প্রক্রিয়া করার ইলেকট্রনিক রেকর্ডিং মেশিন—অ্যাকাউন্টিং বা ইআরএমএ ব্যবস্থার উন্নয়ন, নির্মাণ ও পরীক্ষা–নিরীক্ষার জন্য ব্যাংক অব আমেরিকা ও গবেষণা প্রতিষ্ঠান এসআরআই ইন্টারন্যাশনালের মধ্যে একটি চুক্তি হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্যাংকে চেকের ব্যবহার ক্রমাগত বাড়তে থাকলে কম্পিউটারনির্ভর–ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা দেয়। সে জন্য ব্যাংকটির ১২টি শাখায় ইআরএমএ চালু করার জন্য চুক্তি সম্পাদন করা হয়।

ইআরএমএ যন্ত্রে তারের বিন্যাস

চুক্তিতে বলা ছিল, ইআরএমএ উন্নয়নে চার বছরের জন্য ব্যাংক অব আমেরিকা এসআরআইকে সাড়ে আট লাখ মার্কিন ডলার প্রদান করবে। যদিও চূড়ান্ত খরচ কখনোই প্রকাশ করা হয়নি, তবে যন্ত্রাংশ কেনাসহ আনুমানিক ১ কোটি ডলারের বেশি খরচ হয়েছিল এই প্রকল্পে। এসআরআই চেকে বিশেষ চৌম্বকীয় কালি ব্যবহার করে, যাতে যন্ত্র তা পড়তে পারে।

২০০৫ সালে ওয়েব ২–০ সম্মেলনে বিনোদ খোসলা


২৮ জানুয়ারি ১৯৫৫
সানের সহপ্রতিষ্ঠাতা বিনোদ খোসলার জন্ম
সান মাইক্রোসিস্টেমের সহপ্রতিষ্ঠাতা ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী বিনোদ খোসলা ভারতের নতুন দিল্লিতে জন্মগ্রহণ করেন। যুগান্তকারী সফটওয়্যার জাভার নির্মাতা প্রতিষ্ঠান সান মাইক্রোসিস্টেমের তিনি সহপ্রতিষ্ঠাতা। তিনি ১৯৮২ থেকে ৮৪ সাল পর্যন্ত সানের প্রথম চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি বিভিন্ন উদ্যোগে বিনিয়োগকারী (ভেঞ্চাপর ক্যাপিটালিস্ট) হিসেবে নিজের পেশাজীবন পরিবর্তন করেন। তিনি খোসলা ভেঞ্চারের প্রতিষ্ঠাতা।
বিনোদ খোসলা ভারতের আইআইটি দিল্লি থেকে স্নাতক (বিটেক) ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাষ্ট্রের কার্নেগি মেলন ইউনিভার্সিটি থেকে এমএস এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। সানে থাকার সময় তাঁর নেতৃত্বে জাভা ও নেটওয়ার্ক ফাইল সিস্টেম (এনএফএস) তৈরি হয়। ফোর্বস সাময়িকীর তালিকায় ২০২১ সালে বিনোদ খোসলা ছিলেন বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী।