মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে ৪১ জনকে ভর্তি করা হয়েছিল জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। ভর্তি হওয়া শিশুদের কয়েকজন চিকিৎসা শেষে বাসায় পাঠানোর মতো সুস্থ আছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন।