রাজধানীর গুলশানে সংরক্ষিত আসনের সাবেক এমপির কাছে চাঁদাবাজির সময় চারজনের সঙ্গে হাতেনাতে আটক হন ‘সমন্বয়ক’ আবদুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ। পুলিশ তাঁকে গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট সংগঠনের পদ থেকে তাঁকে বহিষ্কারও করা হয়েছে। তাঁর চাঁদাবাজির ঘটনা প্রকাশ পেলে এলাকাতেও আলোচনা শুরু হয়।