সনাতনীরা বিশ্বাস করে যে দুর্গা মায়ের ১০৮টি রূপ। এই ১০৮টি রূপের ভেতর পর্যায়ক্রমে প্রতিবছর মায়ের পাঁচটি রূপ পঞ্চদুর্গার পূজা মণ্ডপে পূজিত হয়। এ ধরনের পূজা ভারতের পশ্চিমবঙ্গে কিছুটা প্রচলিত হলেও, এবার ময়মনসিংহে এর আয়োজন করা হয়েছে। বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে...