ব্যক্তিগত অর্জন বা কোনো উদ্যোগের মাধ্যমে সফল হয়ে সমাজ ও দেশে ইতিবাচক পরিবর্তন আনছেন—এমন ১০ জন তরুণ পেয়েছেন 'ইন্সপায়ারিং হিরো' সম্মাননা। স্মাইল ফুড প্রোডাক্টস লিমিটেডের এই উদ্যোগের স্ট্র্যাটেজিক পার্টনার প্রথম আলো ডটকম।
‘ইন্সপায়ারিং হিরো’দের স্বপ্ন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে বিশেষ আয়োজন: সেরাদের কথা।
এ পর্বের অতিথি—
মুনজেরিন শহীদ
অনলাইন এডুকেশন কনটেন্ট ক্রিয়েটর
মুরশিদুল আলম ভূঁঞা
প্রতিষ্ঠাতা ও পরিচালক, টিম ব্যর্থ
জয় বড়ুয়া লাভলু
প্রতিষ্ঠাতা, রোবোলাইফ টেকনোলজিস
উপস্থাপক
কিঙ্কর আহসান