ঢাকার বাইরে স্যাটেলাইট টাউন গড়ে তুলব: তারেক রহমান

ঢাকার বাইরে স্যাটেলাইট টাউন গড়ে তোলার কথা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও জানান, মেট্রোরেল ব্যয়বহুল, জায়গাও বেশি নেয়। এ ক্ষেত্রে মনোরেল সুবিধা। ছোট ছোট বগি এবং মেট্রোর সঙ্গে ঢাকার সব জায়গায় এটিকে কানেক্ট করা যায়। ২৪ জানুয়ারি রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ‘আমার ভাবনায় বাংলাদেশ’ জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের নিয়ে ‘মিট অ‍্যান্ড গ্রিট উইথ তারেক রহমান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন তিনি।