Thank you for trying Sticky AMP!!

ইতিহাসের এই দিনে: অ্যান্টার্কটিকায় সামরিক কার্যক্রম নিষিদ্ধ

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১ ডিসেম্বর। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

বরফাচ্ছাদিত অ্যান্টার্কটিকায় সামরিক কার্যক্রম নিষিদ্ধ

১৯৫৯ সালের ১ ডিসেম্বর সই হয় অ্যান্টার্কটিক চুক্তি। ১২টি দেশ এই চুক্তিতে সই করে। দেশগুলো হলো—আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, চিলি, ফ্রান্স, জাপান, নিউজিল্যান্ড, নরওয়ে, দক্ষিণ আফ্রিকা, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। এ চুক্তিতে বলা হয়, অ্যান্টার্কটিকা মহাদেশে সব ধরনের সামরিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এ ছাড়া বরফাচ্ছাদিত অ্যান্টার্কটিকায় যেকোনো ধরনের বৈজ্ঞানিক গবেষণামূলক কাজ এসব দেশ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে করবে।

Also Read: ইতিহাসের এই দিনে: মোটরসাইকেলে ৫৮ আরোহী চড়ার রেকর্ড

কৃষ্ণাঙ্গের প্রতিবাদ

সময়টা ১৯৫৫ সালের ১ ডিসেম্বর। যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ অধিকারকর্মী রোসা পার্ক বাসে তাঁর আসন একজন শ্বেতাঙ্গকে ছেড়ে দিতে অস্বীকৃতি জানান। এ ‘অপরাধে’ তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর এমন ব্যতিক্রমী প্রতিবাদের জেরে যুক্তরাষ্ট্রে মন্টাগোমারিতে বাস ধর্মঘট শুরু হয়। এর ফলে দেশটির গণপরিবহনে কৃষ্ণাঙ্গদের জন্য চালু থাকা বিভিন্ন অবমাননাকর নিয়ম উঠিয়ে নেওয়ার পথে একধাপ এগিয়ে যান আন্দোলনকারী ব্যক্তিরা।

Also Read: ইতিহাসের এই দিনে: রবার্ট মুগাবের পতন

আজ বিশ্ব এইডস দিবস

আজ ১ ডিসেম্বর-বিশ্ব এইডস দিবস

১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। ১৯৮৮ সালের এই দিনে প্রথমবারের মতো এইডস দিবস পালন করা হয়। বিশ্বজুড়ে এইচআইভি/এইডস সম্পর্কে মানুষকে সচেতন করতে দিবসটি প্রচলন করা হয়।

Also Read: ইতিহাসের এই দিনে: বিমানে ছিনতাইয়ের পর প্যারাসুটে করে ঝাঁপ

গাড়ি সংযোজনে স্বয়ংক্রিয় লাইন

গাড়ি নির্মাণের কারখানাগুলোয় নানা ধরনের কাজের যজ্ঞ বসে। ছোট ছোট নানা যন্ত্রাংশ এক এক করে সংযোজনে একেকটি গাড়ি নির্মাণ করা হয়। বর্তমানে এ জন্য স্বয়ংক্রিয় একটি লাইন ব্যবহার করা হয়। এতে যেমন সময় বাঁচে, তেমনি কাজের গতি বাড়ে। অল্প সময়ে অনেক গাড়ি সংযোজন করা যায়। ১৯২০ সালের ১ ডিসেম্বর এটি প্রথম ব্যবহার করা হয়। নির্মাণ করেছিলেন মার্কিন উদ্যোক্তা হেনরি ফোর্ড।

Also Read: ইতিহাসের এই দিনে: কৃত্রিম পা নিয়ে বিশ্বযুদ্ধে ব্রিটিশ পাইলট

Also Read: ইতিহাসের এই দিনে: সুয়েজ খালে চলল জাহাজ