
প্রথম আলো উত্তর আমেরিকার চিফ রিপোর্টার মনজুরুল হকের মা আমেনা খাতুনের মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ আগস্ট জ্যাকসন হাইটসে প্রথম আলো উত্তর আমেরিকার কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
২২ আগস্ট বিকেল সাড়ে পাঁচটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমেনা খাতুনের মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
স্মরণসভায় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন ইমাম কাজী কাইয়্যুম। শোক ও সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন ইব্রাহীম চৌধুরী, মাহফুজুর রহমান, মোহাম্মদ সাঈদ, ফাহিম ফিরোজ, ইশতিয়াক রূপু, রহমান মাহবুব, শামীম সিদ্দিকী, আবদুস শহীদ, মনিজা রহমান, মাহমুদুল চৌধুরী, মল্লিকা মুনা, তোফাজ্জল লিটন, শেলী জামান খান, ভায়লা সালিনা ও সানজিদা ঊর্মি।
সহকর্মী ও স্বজন হিসেবে নিজের জীবনের এ চরম সংকটে পাশে দাঁড়ানোর জন্য মনজুরুল হক তাঁর বক্তব্যে নিজের ও পরিবারের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা জানিয়েছেন এবং তাঁর মায়ের আত্মার মাগফিরাতের জন্য দোয়া প্রার্থনা করেছেন।