Thank you for trying Sticky AMP!!

ফোবানার চেয়ারম্যান ও নির্বাহী সচিবের সাংগঠনিক সফর

সাংগঠনিক সফরে টাউন হল মিটিংয়ে ফোবানার নেতারা

ফোবানা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মীর চৌধুরী ও নির্বাহী সচিব জাকারিয়া চৌধুরীর সমন্বয়ে ফোবানার একটি প্রতিনিধি দল আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে সাংগঠনিক সফর করেছেন।
সফরের অংশ হিসেবে গত ২৬ এপ্রিল প্রথমে শারীরিকভাবে অসুস্থ ফোবানার যুগ্ম নির্বাহী সচিব রফিক খানের বাসভবনে গিয়ে সমবেদনা জানান। তাঁর স্বাস্থ্যের খোঁজ খবর নেন। এরপর নেতারা হিউস্টনের জাতীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তাঁদের কর্মসূচির সূচনা করেন। পরে হিউস্টন বাংলাদেশ সেন্টার পরিদর্শন করেন। এরপর টেক্সাসের হিউস্টন শহরে বাংলাদেশ সেন্টারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হিউস্টন কর্তৃক আয়োজিত টাউন হল মিটিংয়ে যোগদান করেন।
মহারাজা রেস্টুরেন্টে বাংলাদেশ আমেরিকান সোসাইটি অব গ্রেটার হিউস্টন নামের আরেকটি সংগঠনের উদ্যোগে দ্বিতীয় টাউন হল মিটিংয়ে অংশগ্রহণ করেন নেতারা। পরদিন ২৭ এপ্রিল সন্ধ্যা সাতটায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নর্থ টেক্সাস সংক্ষেপে বান্ট নামে পরিচিত সংগঠনের উদ্যোগে বৈশাখী উৎসবে বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন।
২৮ এপ্রিল দুপুর ১২টায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নর্থ টেক্সাসের উদ্যোগে এক বিশেষ টাউন হল মিটিংয়ে অংশগ্রহণ করেন। এর পরপরই ফোবানা নেতারা বাংলাদেশি আমেরিকান উইমেন অ্যাসোসিয়েশন অব টেক্সাস পরিচালিত ইন্টারন্যাশনাল বাংলা স্কুল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ থেকে নিয়ে আসা বাংলা বই বিতরণ করেন। একই দিন সন্ধ্যা সাতটায় ওকলাহোমা ইয়ুথ অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত টাউন হল মিটিংয়ে অংশ নেন।
২৯ এপ্রিল সকাল থেকে বিকেল পর্যন্ত ফোবানা নেতারা ২০২০ সালের ডালাস ফোবানা সম্মেলনের সম্ভাব্য ভেন্যু হিসেবে তিনটি ভেন্যু পরিদর্শন করেন। প্রতিটি মিটিংয়ে ফোবানার চেয়ারম্যান মীর চৌধুরী ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত ফোবানার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন এবং সংশ্লিষ্ট সবাইকে ফোবানার সঙ্গে সম্পৃক্ত হওয়ার অনুরোধ জানান।
ফোবানা নির্বাহী সচিব জাকারিয়া চৌধুরী তাঁর বক্তব্যে যুব সমাজকে ফোবানার সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হওয়ার অনুরোধ জানান। তিনি উত্তর আমেরিকার প্রবাসী বাঙালিদের ফোবানার পতাকাতলে একতাবদ্ধ হয়ে বিশ্বখ্যাত কনভেনশন সেন্টার নাসাউ কলোসিয়ামে অনুষ্ঠিতব্য আসন্ন ফোবানা সম্মেলন সফল করতে উদাত্ত আহ্বান জানান।
সর্বমোট ছয়টি মিটিংয়ে ফোবানা নেতাদের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ফোবানা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শাহ হালিম, ফোবানার সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান বর্তমান নির্বাহী সদস্য হাসমত মবিন, বর্তমান নির্বাহী সদস্য খালেদ জুলফিকার খান, বর্তমান নির্বাহী সদস্য নাহিদা আলী ডেইজী, সাবেক নির্বাহী সদস্য নাহিদা নাসের ইয়াসমিন, সাবেক নির্বাহী সদস্য মায়া নেহাল, বর্তমান মিডিয়া অ্যান্ড পাবলিক অ্যাওয়ারনেস কমিটির কো-চেয়ারম্যান রে নেহালসহ হোস্ট সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, কার্যকরী পরিষদের সদস্য ও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা।
প্রতিটি টাউন হল মিটিংয়ে এ উপস্থিত ব্যক্তিরা ভবিষ্যতে ফোবানাতে আরও অধিক হারে সংগঠন রেজিস্ট্রি করে সম্পৃক্ত হওয়ার আশা পোষণ করেন এবং আসন্ন ২০১৯ সালের ফোবানা সম্মেলন সফল করতে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে ২০২০ সালে অনুষ্ঠিতব্য ডালাস ফোবানা সম্মেলনেও তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।