গণিত – সেট: ১ | ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি
প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আজকে প্রকাশিত হলো গণিতের সেট: ১। এরকম প্রতিদিন একটি করে মোট ৭ টি সেট প্রকাশিত হবে। ৭ টি সেটে মোট প্রশ্ন থাকবে ৭০ টি। আশাকরি তোমাদের গণিতের প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন হবে। সবার জন্য শুভকামনা
গণিত - সেট: ১
প্রশ্ন ১: ৪টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে কী বলে?
উত্তর: চতুর্ভুজ।
প্রশ্ন ২: যে চতুর্ভুজের চারটি কোণই সমকোণ তাকে কী বলে?
উত্তর: আয়ত।
প্রশ্ন ৩: প্রতিটি কাপের ওজন ০.৩ কেজি হলে ৫টি কাপের ওজন কত?
উত্তর: ১.৫ কেজি
প্রশ্ন ৪: শতকরা কী?
উত্তর: শতকরা হলো এমন একটি অনুপাত, যা ১০০-এর ভগ্নাংশরূপে প্রকাশ করা হয়।
প্রশ্ন ৫: শতকরা লাভ (লাভ%) বা শতকরা ক্ষতি (ক্ষতি%) সব সময় কিসের ওপর হিসাব করা হয়।
উত্তর: ক্রয়মূল্যের ওপর
প্রশ্ন ৬: একটি কলম ৫০ টাকায় ক্রয় করে ৫৬ টাকায় বিক্রয় করা হলে শতকরা কত লাভ হবে?
উত্তর: ১২%
প্রশ্ন ৭: বার্ষিক মুনাফার হার ৬%-এর অর্থ কী?
উত্তর: ১০০ টাকার ১ বছরের মুনাফা ৬ টাকা
প্রশ্ন ৮: বিক্রয়মূল্য থেকে ক্রয়মূল্য বেশি হলে কী হয়?
উত্তর: ক্ষতি হয়
প্রশ্ন ৯: বিনিয়োগকৃত টাকাকে কী বলা হয়?
উত্তর: আসল
প্রশ্ন ১০: ক্রয়মূল্য থেকে বিক্রয়মূল্য বেশি হলে কী হয়?
উত্তর: লাভ হয়