সাধারণ জ্ঞান – সেট: ২ । ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি

প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আজকে প্রকাশিত হলো সাধারণ জ্ঞানের সেট: ১, ২, ৩ ও ৪। সাধারণ জ্ঞানের জন্য এরকম প্রতিদিন চারটি করে মোট ২৮ টি সেট প্রকাশিত হবে। ২৮ টি সেটে মোট প্রশ্ন থাকবে ২৮০ টি। আশাকরি তোমাদের সাধারণ জ্ঞানের প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন হবে। সবার জন্য শুভকামনা

সাধারণ জ্ঞান – সেট:২

১১. কোনো কিছু সম্পর্কিত তথ্যকে কী বলা হয়?

ক. বিজ্ঞান খ. জ্ঞান

গ. রাশি ঘ. বিশ্বাস

১২. পদার্থের পরিমাণের একক কোনটি?

ক. ক্যান্ডেলা খ. মোল

গ. কিলোমিটার ঘ. কেলভিন

১৩. আন্তর্জাতিক পদ্ধতিতে মৌলিক একক কয়টি?

ক. ৫টি খ. ৯টি

গ. ৭টি ঘ. ১১টি

১৪. বৈজ্ঞানিক পদ্ধতির শেষ ধাপ কোনটি?

ক. পরীক্ষা খ. সিদ্ধান্ত

গ. ফলাফল ঘ. উপাত্ত সংগ্রহ

১৫. সময়ের একক কোনটি?

ক. সেকেন্ড খ. মিনিট

গ. ঘণ্টা ঘ. দিন

১৬. জীবজগৎ কত প্রকার?

ক. ২ খ. ৩

গ. ৪ ঘ. ৫

১৭. জীববিজ্ঞানীরা শ্রেণিবিন্যাস আবিষ্কার করেন কত সালে?

ক. ১৯৭৮ খ. ১৯৭৯

গ. ১৯৮০ ঘ. ১৯৮৫

১৮. নিচের কোনটি অপুষ্পক উদ্ভিদ?

ক. তাল খ. সুপারি

গ. শেওলা ঘ. আম

১৯. উদ্ভিদের নিচের কোন অংশটি ফলে পরিণত হয়?

ক. গর্ভমুণ্ড খ. গর্ভাশয়

গ. গর্ভদণ্ড ঘ. পাতা

২০. গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে নিষেকের পর ডিম্বক কিসে পরিণত হয়?

ক. ফলে খ. ভ্রূণে

গ. রসাল ত্বকে ঘ. বীজে

সঠিক উত্তর: ১১.খ ১২.খ ১৩.গ ১৪.গ ১৫.ক ১৬.ঘ ১৭.ক ১৮.গ ১৯.খ ২০.খ

এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক , বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

সাধারণ জ্ঞান: সেট - | | |

বাংলা: সেট - | | |

গণিত: সেট -