বাংলা – সেট: ৩ | ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি
প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আজকে প্রকাশিত হলো বাংলার সেট: ১, ২, ৩ ও ৪। বাংলার জন্য এরকম প্রতিদিন চারটি করে মোট ২৮ টি সেট প্রকাশিত হবে। ২৮ টি সেটে মোট প্রশ্ন থাকবে ২৮০ টি। আশাকরি তোমাদের বাংলার প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন হবে। সবার জন্য শুভকামনা
বাংলা– সেট: ৩
প্রশ্ন ২১: ‘জয়িফ’ শব্দের অর্থ কী?
উত্তর: দুর্বল বা বৃদ্ধ
প্রশ্ন ২২: ‘মা, ঢাকা শহরে গুলি কইরা মানুষ মারছে।’ —কে বলেছিল?
উত্তর: সাবু বলেছিল
প্রশ্ন ২৩: ‘গরিব হইতাম পারি, কিন্তু আমরা জানুয়ার না।’ উক্তিটি কার?
উত্তর: সাবুর
প্রশ্ন ২৪: ‘অসীম আক্রোশে তার রক্ত টগবগ করে ফুটতে থাকে।’ কার রক্ত?
উত্তর: সাবুর
প্রশ্ন ২৫: কেউ টাকাপয়সা দিলে সাবুকে তা নিতে বারণ করেছিলেন কে?
উত্তর: সাবুর মা
প্রশ্ন ২৬: কার নামের সঙ্গে ‘তর্কবাগীশ’ উপাধি ছিল?
উত্তর: মাওলানা আবদুর রশিদ
প্রশ্ন ২৭: ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজে শিক্ষার্থীদের নির্মিত শহীদ মিনারটি পরদিন অনানুষ্ঠানিকভাবে কোন শহীদের পিতা উদ্বোধন করেছিলেন?
উত্তর: শহীদ শফিউর রহমানের পিতা
প্রশ্ন ২৮: ‘উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।’ এ ঘোষণা কে দেন?
উত্তর: খাজা নাজিমুদ্দিন।
প্রশ্ন ২৯: কত তারিখে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা রাতারাতি একটি শহীদ মিনার নির্মাণ করেন?
উত্তর: ২৩ ফেব্রুয়ারি ১৯৫২ সাল।
প্রশ্ন ৩০: ২৬ ফেব্রুয়ারি শহিদ মিনারের উদ্বোধন করেন কে?
উত্তর: আবুল কালাম শামসুদ্দিন।