বাংলা – সেট: ৪ | ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি

প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আজকে প্রকাশিত হলো বাংলার সেট: ১, ২, ৩ ও ৪। বাংলার জন্য এরকম প্রতিদিন চারটি করে মোট ২৮ টি সেট প্রকাশিত হবে। ২৮ টি সেটে মোট প্রশ্ন থাকবে ২৮০ টি। আশাকরি তোমাদের বাংলার প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন হবে। সবার জন্য শুভকামনা

বাংলা– সেট: ৪

প্রশ্ন ৩১: ‘নিখিল’ শব্দের অর্থ কী?

উত্তর: সমগ্র

প্রশ্ন ৩২: ‘কিশোর কবি নজরুল’ গ্রন্থটি কার লেখা?

উত্তর: রফিকুল ইসলাম

প্রশ্ন ৩৩: ‘হরহামেশা’ আমরা যে আকাশ দেখি, তা আসলে কী?

উত্তর: বায়ুমণ্ডলের ঢাকনা

প্রশ্ন ৩৪: ‘মিশেল’ শব্দের অর্থ কী?

উত্তর: বিভিন্ন বস্তুর মিশ্রণ

প্রশ্ন ৩৫: রাতের আকাশ সচরাচর কী রঙের হয়?

উত্তর: কালো রঙের হয়

প্রশ্ন ৩৬: বায়ুমণ্ডলে প্রায় কতটি বর্ণহীন গ্যাসের মিশ্রণ রয়েছে?

উত্তর: প্রায় বিশটি

প্রশ্ন ৩৭: ‘আকাশ’ প্রবন্ধের রচয়িতা কে?

উত্তর: আবদুল্লাহ আল–মুতী

প্রশ্ন ৩৮: আবদুল্লাহ আল-মুতী কী ধরনের বই লিখেছেন?

উত্তর: বিজ্ঞানবিষয়ক

প্রশ্ন ৩৯: ‘অবাক পৃথিবী’, ‘আয় বৃষ্টি ঝেঁপে’, ‘ফুলের জন্য ভালোবাসা’—এগুলো কোন ধরনের বই?

উত্তর: শিশুতোষ

প্রশ্ন ৪০: শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য মাদার তেরেসা যে প্রতিষ্ঠান স্থাপন করেন, তার নাম কী?

উত্তর: নবজীবন আবাস

মো. আফলাতুন, সহযোগী অধ্যাপক, ফেনী সরকারি কলেজ, ফেনী

সাধারণ জ্ঞান: সেট - | | |

বাংলা: সেট - | | |

গণিত: সেট -