সাধারণ জ্ঞান – সেট: ৪ | ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি

প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আজকে প্রকাশিত হলো সাধারণ জ্ঞানের সেট: ১, ২, ৩ ও ৪। সাধারণ জ্ঞানের জন্য এরকম প্রতিদিন চারটি করে মোট ২৮ টি সেট প্রকাশিত হবে। ২৮ টি সেটে মোট প্রশ্ন থাকবে ২৮০ টি। আশাকরি তোমাদের সাধারণ জ্ঞানের প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন হবে। সবার জন্য শুভকামনা

সাধারণ জ্ঞান – সেট: ৪

৩১. ডিম্বাশয়ের পরিবর্তিত রূপ কোনটি?

ক. বীজ খ. ফুল

গ. ফল ঘ. চারা

৩২. নিচের কোন প্রাণীটির ত্বকে পালক ও লোম নেই?

ক. কবুতর খ. হরিণ

গ. মাছ ঘ. কাক

৩৩. অ্যামিবা কোন রাজ্যের অন্তর্গত?

ক. মনেরা খ. ফানজাই

গ. প্রোটিস্টা ঘ. এনিমেলিয়া

৩৪. শীতল রক্তবিশিষ্ট প্রাণী কোনটি?

ক. কেঁচো খ. মানুষ

গ. ব্যাঙ ঘ. কাতলা

৩৫. অপুষ্পক উদ্ভিদ কী সৃষ্টির মাধ্যমে প্রজনন সম্পন্ন করে?

ক. স্পোর খ. প্লাজমিড

গ. স্টার্চ ঘ. ডিম্বাণু

৩৬. অপুষ্পক উদ্ভিদের সর্বোত্তম উদ্ভিদ কোনটি?

ক. ঢেঁকিশাক খ. শেওলা

গ. মস ঘ. মাশরুম

৩৭. কোনটিতে উদ্ভিদের মূল দেখা যায় না?

ক. ঢেঁকিশাক খ. শেওলা

গ. মস ঘ. মাশরুম

৩৮. নিষেকের পর ডিম্বক কিসে পরিণত হয়?

ক. ভ্রূণ খ. গর্ভাশয়

গ. শস্য ঘ. বীজ

৩৯. কিসের অভাবে প্রাণীরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না?

ক. ক্লোরোফিলের অভাবে

খ. সূর্যালোকের অভাবে

গ. খনিজ লবণের অভাবে

ঘ. ক্রোমোজোমের অভাবে

৪০. তাপমাত্রার একক কোনটি?

ক. ক্যান্ডেলা খ. অ্যাম্পিয়ার

গ. মোল ঘ. কেলভিন

সঠিক উত্তর: ৩১.গ ৩২.গ ৩৩.গ ৩৪.গ ৩৫.ক ৩৬.ক ৩৭.গ ৩৮.ঘ ৩৯.ক ৪০.ঘ

এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক , বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

সাধারণ জ্ঞান: সেট - | | |

বাংলা: সেট - | | |

গণিত: সেট -