সাধারণ জ্ঞান – সেট: ১ । ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি

প্রিয় পরীক্ষার্থী বন্ধুরা আজকে প্রকাশিত হলো সাধারণ জ্ঞানের সেট: ১, ২, ৩ ও ৪। সাধারণ জ্ঞানের জন্য এরকম প্রতিদিন চারটি করে মোট ২৮ টি সেট প্রকাশিত হবে। ২৮ টি সেটে মোট প্রশ্ন থাকবে ২৮০ টি। আশাকরি তোমাদের সাধারণ জ্ঞানের প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন হবে। সবার জন্য শুভকামনা

সাধারণ জ্ঞান – সেট: ১

১. ভরের একক কোনটি?

ক. কিলোমিটার খ. কিলোগ্রাম

গ. কেলভিন ঘ. ক্যান্ডেলা

২. একটি ইট যে জায়গা দখল করে, তাকে কী বলে?

ক. ক্ষেত্রফল খ. আয়তন

গ. ভর ঘ. দৈর্ঘ্য

৩. কত ঘন সেন্টিমিটারে এক লিটার?

ক. ১০ ঘন সেন্টিমিটার

খ. ১০০ ঘন সেন্টিমিটার

গ. ১০০০ ঘন সেন্টিমিটার

ঘ. ১০০০০ ঘন সেন্টিমিটার

৪. কোন যন্ত্রটি তরলের আয়তন মাপতে ব্যবহৃত হয়?

ক. চোঙ খ. মাপচোঙ

গ. স্কেল ঘ. মাপন ফিতা

৫. ১ লিটার =?

ক. ১০ সিসি খ. ১০০ সিসি

গ. ৫০০ সিসি ঘ. ১০০০ সিসি

৬. সিজিএস পদ্ধতিতে ভরের একক কী?

ক. গ্রাম খ. কিলোগ্রাম

গ. টন ঘ. কেজি

৭. ১ কুইন্টাল =?

ক. ১০০ গ্রাম

খ. ১০ কিলোগ্রাম

গ. ৫০ কিলোগ্রাম

ঘ. ১০০ কিলোগ্রাম

৮. সূর্যঘড়ির প্রধান উপকরণ কী?

ক. সূর্য খ. চাঁদ

গ. পানি ঘ. বায়ু

৯. পয়সার পুরুত্বের একক কী?

ক. মিটার খ. সেন্টিমিটার

গ. মিলিমিটার ঘ. ঘনমিটার

১০. আলোক ঔজ্জ্বল্যের একক কোনটি?

ক. মোল খ. ফ্লাক্স

গ. ক্যান্ডেলা ঘ. অ্যাম্পিয়ার

সঠিক উত্তর: ১.খ ২.খ ৩.গ ৪.খ ৫.ঘ ৬.ক ৭.ঘ ৮.ক ৯.গ ১০.গ

এ এস এম আসাদুজ্জামান, প্রভাষক , বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা

সাধারণ জ্ঞান: সেট - | | |

বাংলা: সেট - | | |

গণিত: সেট -