সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১১ এপ্রিল, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ ছুটির দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

ভারত যতটা বাংলাদেশের মঙ্গল কামনা করে, অন্য কোনো দেশ ততটা করে না: জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর
ছবি: এএনআই

বাংলাদেশের মঙ্গল ভারত যতটা কামনা করে, আর কোনো দেশ ততটা করে না। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে এ মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বিস্তারিত পড়ুন...

হাসিনার পতনে গ্রামেগঞ্জে প্রভাব ও আওয়ামী কর্মীদের ভাবনা কী

আওয়ামী লীগের নেতা-কর্মীরা নিজেদের ভেতর যোগাযোগ রক্ষা করেন। এ যোগাযোগ চলে মূলত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে। শেখ হাসিনার শাসন নিয়ে তাঁদের ভেতর কোনো অনুশোচনা বা দুঃখবোধ চোখে পড়ল না, বরং তাঁর শাসনের পক্ষে তাঁরা যুক্তি দাঁড় করানোর চেষ্টা করেন। বিস্তারিত পড়ুন...

‘তারেক রহমান আমাকে ১ টাকা ২৫ পয়সার বার্গার কিনে খাওয়ান’

খেলোয়াড় পরিচয়েই সবাই তাঁদের চেনেন। কিন্তু সেই পরিচয়ের বাইরে তাঁদের অন্য জীবনটা কেমন? সাবেক ও বর্তমান খেলোয়াড়দের সঙ্গে এই ঝটপট প্রশ্নোত্তর পর্বে সেটাই জানার চেষ্টা—দাবার দুনিয়া তখনো আজকের মতো এত বিস্তৃত হয়নি। ১৯৮৭ সালে খুলে যায় একটা দুয়ার, উপমহাদেশ পায় প্রথম গ্র্যান্ডমাস্টার। তত দিনে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে উজ্জ্বল এক তারা হয়ে ওঠেন নিয়াজ মোরশেদ। বিস্তারিত পড়ুন...

শত বছর আগে যে চিঠি ফিলিস্তিনিদের জন্য মহাবিপর্যয় ডেকে এনেছে

বিশ্ব মুসলিমদের তৃতীয় পবিত্রতম মসজিদ আল–আকসা

ইসরায়েল ও ফিলিস্তিনের জনগণের মধ্যকার বিবাদ বিশ্বের অন্যতম দীর্ঘ সময় ধরে চলা ও সবচেয়ে সহিংস সংঘাতের একটি। এ দ্বন্দ্ব-সংঘাতের সূত্রপাত ১০০ বছরের বেশি আগে। দীর্ঘ এ সময়ে ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে কয়েক দফা যুদ্ধ বেধেছে। হয়েছে ‘ইন্তিফাদা’ নামে পরিচিত ফিলিস্তিনিদের ইসরায়েলবিরোধী অভ্যুত্থান, হয়েছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের পাল্টা প্রতিশোধ ও দমনমূলক অভিযান। বিস্তারিত পড়ুন ...

‘ও কন্যা’র গায়ক সোহাগ এখন লড়ছেন গানের মালিকানা নিয়ে

গানের মেধাস্বত্ব নিয়ে লড়ছেন সোহাগ

শূন্য দশক—বাংলা অডিও ইন্ডাস্ট্রির সোনালি সময়। এ দশকের শুরুতে অনেক নতুন গায়কের উত্থান হয় ইন্ডাস্ট্রিতে। মিক্সড অ্যালবামে জনপ্রিয় গায়কদের সঙ্গে সুযোগ পেতে থাকেন নতুন শিল্পীরা। ২০০২ সালে নতুন মুখ হিসেবে অডিও ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু সোহাগের। সেবার জনপ্রিয় চারটি মিক্সড অ্যালবামে সুযোগ পান তিনি। প্রতিটি অ্যালবাম পায় জনপ্রিয়তার সঙ্গে ব্যবসায়িক সফলতা। সোহাগ পৌঁছে যান শ্রোতাদের পছন্দের তালিকায়। বিস্তারিত পড়ুন...