
ময়মনসিংহ নগরের জয়নুল আবেদিন উদ্যানের ভেতরে আওয়ামী লীগ নেতার নিয়ন্ত্রণাধীন মিনি চিড়িয়াখানা ও শিশুপার্কের পাশে অবৈধভাবে নির্মিত দোকান উচ্ছেদ করেছে সিটি করপোরেশন। আজ রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দোকানগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। এর আগে অবৈধ স্থাপনা সরাতে সাত দিনের সময় বেঁধে দিয়েছিল সিটি করপোরেশন।
জয়নুল আবেদিন উদ্যানের ভেতরে আলোচিত মিনি চিড়িয়াখানা ও শিশুপার্ক মেসার্স সেলিম এন্টারপ্রাইজের নামে ইজারা থাকলেও সেটি পরিচালনা করছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহবুবুর রহমান। নিজের শ্যালকের নামে ইজারা নিয়ে সেটি পরিচালনা করছিলেন তিনি। গত বছরের ৫ আগস্টের পর তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। অবৈধভাবে পরিচালিত মিনি চিড়িয়াখানাটিতে একটি ভালুকের শরীরে পচন ধরলে এ নিয়ে প্রথম আলোতে সংবাদ প্রকাশিত হয়। এরপর গত ৮ এপ্রিল মিনি চিড়িয়াখানাটি বন্ধ করে দেয় বন অধিদপ্তরের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিট। এর পর থেকে শুধু শিশুপার্ক পরিচালিত হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, শিশুপার্ক ও মিনি চিড়িয়াখানার জন্য জায়গা ইজারা নিয়ে বৈশাখী মঞ্চের পাশে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হয়। সেখানে ছোট ছোট দোকান করে সেগুলো ভাড়া দেওয়া হয়। ৫ আগস্টের পর সেখানে নতুন করে আরও দোকান দিতে শুরু করে দখলদারেরা। এ নিয়ে পদক্ষেপ নেওয়ার দাবি তোলেন সচেতন নাগরিকেরা। বিষয়টি সামনে এলে সিটি করপোরেশন অবৈধ এসব স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্টদের নোটিশ দেয়। পরে আজ বেলা সাড়ে ১১টার দিকে সিটি করপোরেশনের আঞ্চলিক কর্মকর্তা মো. মাজহারুল ইসলামের নেতৃত্ব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে গড়ে তোলা অন্তত সাতটি দোকান খননযন্ত্র দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
ময়মনসিংহ সিটি করপোরেশনের সচিব সুমনা আল মজিদ বলেন, অবৈধভাবে গড়ে তোলা দোকানগুলো অপসারণ করা হয়েছে। মিনি চিড়িয়াখানা ও শিশুপার্ক যেহেতু ইজারা দেওয়া হয়েছিল, সেগুলোর বিষয়ে করপোরেশনের সভা করে সিদ্ধান্ত নেবে।