পানিতে ডুবে মৃত্যু
পানিতে ডুবে মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গ্রামের পুকুর থেকে দুই স্কুলছাত্রীর লাশ উদ্ধার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুর থেকে দুই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুটিচন্দ্রখানা এলাকায় এ ঘটনা ঘটে। ওই পুকুরে শাপলা তুলতে গিয়ে দুই ছাত্রী পানিতে ডুবে মারা যেতে পারে বলে ধারণা করছেন এলাকার বাসিন্দারা।

মারা যাওয়া দুই শিক্ষার্থী হলো উত্তর কুটিচন্দ্রখানা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী আশা মনি (১১) ও সুমাইয়া (১১), দুজনের বাড়ি একই এলাকায়। সুমাইয়ার বাবার নাম আবু বক্কর সিদ্দিক। তাৎক্ষণিকভাবে আশা মনির বাবার নাম জানা যায়নি।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেলে পরিবারের অজান্তে দুই ছাত্রী বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা পর্যন্ত ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরের একটি পুকুরে দুই শিক্ষার্থীর মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয় বাসিন্দারা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছালাম রাতে বলেন, ‘ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’