গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক বাবুল গাজীপুরে আটক

শ্রমিক নেতা বাবুল হোসেন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাবুল হোসেন নিখোঁজের পর জানা গেছে, তাঁকে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ আটক করেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে সাতটার পর থেকে তাঁর পরিবার ও সংগঠনের কেউ তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। এমন পরিস্থিতিতে গাজীপুর মহানগরীর বাসন থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম আজ বুধবার দুপুরে বাবুলকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বেলা দেড়টার দিকে রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, বাবুল হোসেনকে গতকাল গাজীপুর মহানগরীর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকা থেকে আটক করা হয়। এরপর রাত ১০টার দিকে তাঁকে বাসন থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটক বাবুল হোসেন মাগুরা সদর উপজেলার আতাউর রহমানের ছেলে। তিনি সাভারের আশুলিয়ার ভাদাইল গ্রামে পরিবার নিয়ে বসবাস করেন।

এর আগে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার আজ সকালে এক বিবৃতিতে অবিলম্বে সংগঠনের সাধারণ সম্পাদক বাবুল হোসেনকে নিরাপদে সুস্থ শরীরে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান। ২৫ হাজার টাকা নিম্নতম মজুরির দাবিতে গার্মেন্টস শ্রমিক আন্দোলনের অন্যতম নেতা বাবুল হোসেন গতকাল রাত সাড়ে সাতটার পর থেকে নিখোঁজ। সাম্প্রতিক আন্দোলনে নিহত শ্রমিক পরিবার ও স্বজনদের সঙ্গে এবং গাজীপুরের কর্মীদের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে তিনি গতকাল আশুলিয়া থেকে গাজীপুরের দিকে গিয়েছিলেন। তারপর রাত সাড়ে সাতটার দিকে সর্বশেষ ফোনে কথা হলে বলেছিলেন, তিনি একটি বাসে উঠেছেন। এর পর থেকে তাঁর পরিবার ও সংগঠন কেউ আর তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

বিবৃতিতে তাসলিমা আখতার বলেন, আটক করে, গুম করে, ভয়ের পরিবেশ সৃষ্টি করে রাষ্ট্র শ্রমিকদের আন্দোলন দমন করতে চাইছে। তিনি অবিলম্বে বাবুল হোসেনকে ফিরিয়ে দেওয়া ও শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

আজ দুপুরে যোগাযোগ করা হলে তাসলিমা আখতার প্রথম আলোকে বলেন, ‘আমাদের শ্রমিক আন্দোলন দমানোর জন্যই বাবুলকে আটক করা হয়েছে।’