Thank you for trying Sticky AMP!!

ঝাড়ু হাতে রাস্তায় সিলেটের নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

দায়িত্ব নেওয়ার দ্বিতীয় দিনেই সিলেট সিটির নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন। বৃহস্পতিবার দুপুরে

দায়িত্ব নেওয়ার দ্বিতীয় দিনই নগর পরিষ্কার রাখতে মাঠে নামলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরের দরগাগেট এলাকা থেকে তিনি পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন। এ সময় মেয়রকে ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করতে দেখা যায়। প্রায় এক ঘণ্টা তিনি পরিচ্ছন্নতার কাজে নেতৃত্ব দেন।

Also Read: দায়িত্ব নিলেন সিলেট সিটি করপোরেশনের নতুন মেয়র আনোয়ারুজ্জামান

পরিচ্ছন্নতা অভিযান চালানোর সময় মেয়রের সঙ্গে কাউন্সিলর ও সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। মেয়র স্থানীয় ব্যবসায়ী, এলাকাবাসী ও পথচারীদের নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলতে উদ্বুদ্ধ করেন এবং নগর পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন করেন।

এ সময় মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘গ্রিন ক্লিন স্মার্ট সিলেট ছিল আমার নির্বাচনী প্রতিশ্রুতি। তাই শুরুতেই গ্রিন ক্লিন ও পরিচ্ছন্ন মহানগর গড়ে তুলতে কাজ শুরু করেছি। সিলেটের মানুষ এমনিতেই যথেষ্ট স্মার্ট। একটি স্বাস্থ্যকর বাসযোগ্য পর্যটন নগরের জন্য পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কেও সবাই অবহিত। সবার সহযোগিতায় এ নগর এগিয়ে যাবে।’

Also Read: প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সিলেটের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী

বেলা দেড়টা পর্যন্ত দরগাগেট এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালান মেয়র। এ সময় তাঁর সঙ্গে কাউন্সিলর তৌফিকুল হাদি, এ কে এ লায়েক, জগদীশ চন্দ্র দাস, আবদুর রকিব বাবলু, শান্তনু দত্ত, আবদুল মুহিত জাবেদ, এ বি এম জিল্লুর রহমান, আবদুর রকিব তুহিন, আবদুল জলিল নজরুল, মাজহারুল ইসলাম শাকিল, রকিব খান, মো. রুহেল আহমদ, দেলোয়ার হোসেন, মো. জয়নাল আবেদীন, আলতাফ হোসেন, ফখরুল আলম ও মতিউর রহমান, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর সালমা সুলতানা ও নার্গিস সুলতানা উপস্থিত ছিলেন।

Also Read: যারা দেশকে অন্যদের দ্বারা প্রভাবিত করতে চায়, তারাই ষড়যন্ত্র করছে: আনোয়ারুজ্জামান চৌধুরী

এ ছাড়া সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শামছুল হক, মো. আলী আকবর, মো. রুহুল আলম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুর রহমান, পরিচ্ছন্নতা শাখার কর্মকর্তা হানিফুর রহমান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাস প্রমুখ এ পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন।