বিয়ে করলেন ‘বড় ছেলে’ কারিগর, পাত্রী কে

বিয়ে করলেন ‘বড় ছেলে’, ‘নেটওয়ার্কের বাইরে’ নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। ফেসবুক থেকে নেওয়া ছবিতে বিয়ে নিয়ে থাকল আরও তথ্য।

গতকাল মঙ্গলবার ফেসবুকে নববধূর সঙ্গে স্থিরচিত্র পোস্ট করে বিয়ের খবরটি জানান আরিয়ান। তিনি লিখেছেন, ‘যে মানুষটা চায়, আপনার জীবনে ভালো কিছু আসুক, সে-ই আপনার জীবনে আসা সবচেয়ে ভালো কিছু।’
কনের নাম তাহসিন তামান্না। আরিয়ান প্রথম আলোকে জানান, স্ত্রীর সঙ্গে তাঁর পরিচয় সাত বছরের। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পড়াশোনা শেষ করেছেন
দীপা খন্দকার, নওশীন, সুষমা সরকার, মুমতাহিনা টয়া, তাসনিয়া ফারিণ, আইরিন আফরোজ, সামিয়া অথৈসহ আরও অনেকে নবদম্পতিকে অভিনন্দন জানান
আরিয়ান জানান, ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে। আগামী বছরের মাঝামাঝি সময়ে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও সহকর্মীদের নিয়ে বিবাহোত্তর সংবর্ধনা হবে