শাড়িতে স্নিগ্ধ সাবিলা নূর, দেখুন ৫টি ছবি

গতকাল (৪ সেপ্টেম্বর) বিকেলে পোড়ামাটি রঙের একটি শাড়ি পরে ফেসবুকে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী সাবিলা নূর। ডিজাইনার সাফিয়া সাথির নকশা করা কলকা মোটিফের শাড়িটিতে বেশ মায়াবী লাগছিল সাবিলাকে। সাবিলা নূরকে সাজিয়েছেন জাহিদ খান।

ক্রাশ সিল্কের শাড়িতে স্নিগ্ধ সাবিলা নূর।
ছবি: ফেসবুক থেকে
চোখে কাজল আর ছিমছাম মেকআপের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে কপালের ছোট্ট লাল টিপ।
আজকাল শাড়ির ওপরের দিকে চিকন পাড় আর নিচের দিকে মোটা পাড়ের ট্রেন্ড চলছে, সাবিলা নূরের পরা শাড়িটিও তেমন।
কানে লম্বা দুল আর দুহাতে চুড়ি পরেছেন সাবিলা।
চুলে খোঁপা করেছেন সাবিলা নূর। শাড়ির সঙ্গে মিলিয়ে পরেছেন ব্যাক লেস ব্লাউজ।