Thank you for trying Sticky AMP!!

সমরাস্ত্র প্রদর্শনী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদ্‌যাপনের অংশ হিসেবে জাতীয় প্যারেড স্কয়ারে চলছে সমরাস্ত্র প্রদর্শনী। সাত দিনের সমরাস্ত্র প্রদর্শনীতে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর বিভিন্ন ধরনের সমরাস্ত্র জনসাধারণের প্রদর্শনের জন্য রাখা হয়েছে। উন্মুক্ত এই প্রদর্শনী চলবে ৩০ মার্চ পর্যন্ত। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ প্রদর্শনী চলছে। গতকাল বুধবার সমরাস্ত্র প্রদর্শনীর তোলা কিছু ছবি দিয়ে ছবির গল্প।

সমরাস্ত্র প্রদর্শনীতে বাহিনীর ব্যবহার করা গোলাবারুদ দেখাচ্ছে।
প্রদর্শনীতে রাখা হয়েছে মর্টার শেল।
সমরাস্ত্র প্রদর্শনীতে যুদ্ধাস্ত্র।
সশস্ত্র বাহিনীর ব্যবহৃত সমরাস্ত্র দেখতে দর্শনার্থীদের ভিড়।
প্রদর্শনীতে সাজানো আছে বিভিন্ন ধরনের রাইফেল।
প্রদর্শনীতে জেল বুস্টার গান দিয়ে প্রতীকী শত্রুকে গুলি করার সুযোগ।
স্টল ঘুরে দেখছেন প্রদর্শনীতে আশা দর্শনার্থীরা।
মাটির নিচে স্থাপন করা কমান্ড পোস্ট ঘুরে দেখছেন দর্শনার্থীরা।
প্রদর্শনীতে রাখা আছে বিভিন্ন সাঁজোয়া যান।
আর্মি এভিয়েশন স্টলে রাখা আছে বিশাল আকারের ড্রোন।
প্রদর্শনীতে আশা দর্শনার্থীদের জন্য আছে উড়োজাহাজের ককপিটে বসার সুযোগ।