কাঁকরোল ফুলে কৃত্রিম পরাগায়ন ঘটাচ্ছেন এক নারী। সারোটিয়া, গাবতলী, বগুড়া, ২৮ জুলাইশিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা ২০২৫ আয়োজনের সহযোগী প্রতিষ্ঠান কনকর্ড গ্রুপের সঙ্গে প্রথম আলোর সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে (বাঁ থেকে) প্রথম আলোর হেড অব মার্কেটিং আজওয়াজ খান, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, কনকর্ড গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা অনুপ কুমার সরকার, কনকর্ড গ্রুপের বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক উজ্জ্বল কুমার বসাক। আজ সোমবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়েসিলেটের বিভিন্ন হাওরে পানি কমেছে। মাছ শিকারে বসেছেন এক নারী। বাকগুল হাওর, সিলেট, ২৮ জুলাইউজান থেকে নেমে আসা ঢলের পানিতে মাছ শিকারে এক শৌখিন মৎস্যশিকারি। তাঁর জালে ধরা পড়ছে ছোট-বড় নানা দেশি মাছ। মিরশ্বানী, চৌদ্দগ্রাম, কুমিল্লা, ২৮ জুলাই
জলাশয় থেকে লাল শাপলা ফুল তুলে বিক্রি করতে শহরে যাচ্ছেন একজন। নিয়ামত, রংপুর, ২৮ জুলাইরং মিশিয়ে সুপারি রঙিন করে বিক্রি করছেন এক ব্যবসায়ী। তিনি বলেন, এই সুপারি থেকে ভালো লাভ হয়। প্রতিটি সুপারি ১০ থেকে ১২ টাকায় বিক্রি হচ্ছে। চৌদ্দগ্রাম, কুমিল্লা, ২৮ জুলাইবৃষ্টির পানি জমেছে ছাতায়। নিউমার্কেট, খুলনা, ২৮ জুলাইছোট গাছের ডালে বসে আছে টুনটুনি। নিয়ামতপুর, কিশোরগঞ্জ, ২৭ জুলাইনার্সারিতে বেগুন চারার বীজতলায় পানি ছিটাচ্ছেন এই শ্রমিক। চব্বিশহাজারি, রংপুর, ২৮ জুলাইভোলায় বৃক্ষমেলায় নার্সারি ব্যবসায়ীরা বিভিন্ন প্রজাতির গাছের সঙ্গে রেখেছেন জবা ফুলের গাছ, যা ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে। সরকারি স্কুল মাঠ, ভোলা, ২৮ জুলাইফরিদপুর শহরের গোয়ালচামট বিসর্জন ঘাট এলাকায় কুমার নদে পুণ্যস্নান করেন হিন্দুধর্মাবলম্বীরা। এ সময় একে অন্যের সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন গৃহবধূরা। গোয়ালচামট বিসর্জন ঘাট, ফরিদপুর, ২৮ জুলাইএক কিশোরের বিরুদ্ধে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে গতকাল রোববার রংপুরের গঙ্গাচড়ায় বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর গ্রামে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা করেন লোকজন। আজ আবারও হামলা হতে পারে—এমন খবরে নিরাপত্তাহীনতায় সনাতন ধর্মাবলম্বীরা বাড়িঘর থেকে ধান, চালসহ প্রয়োজনীয় মালামাল নিরাপদে সরিয়ে অন্য এলাকায় স্বজনদের বাড়িতে যাচ্ছেন। গঙ্গাচড়া, রংপুর, ২৮ জুলাইটানা বৃষ্টি হচ্ছে। ভোররাতে শুরু হয়েছে ভারী বৃষ্টি। পাহাড়ি ঢলে ডুবেছে বসতঘর, চলাচলের সড়ক। মানুষ চলাচল করছেন ঝুঁকি নিয়ে। বোদিপুর, রাঙামাটি, ২৮ জুলাইস্কুলের আঙিনায় দোলনার নিচে জমেছে বৃষ্টির পানি। তাতেও থেমে নেই শিশুদের দুরন্তপনা। টিফিনের ফাঁকে দোলনায় দোল খেলায় মেতেছে দুই শিশু। মহেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাবনা, ২৮ জুলাইভারী বৃষ্টির পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত ছিল। বৃষ্টি থেকে রক্ষা পেতে পলিথিন মুড়ি দিয়ে ব্যাটারিচালিত ভ্যানে অভিভাবকের সঙ্গে গন্তব্যের পথে দুই শিশু। আমতলা, বরিশাল, ২৮ জুলাই বর্ষাকালে প্রতিবছরের মতো এবারও বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করছে পাবনা বন্ধুসভা। ফলদ, বনজ ও বিভিন্ন গাছের চারা পেয়ে খুশি শিক্ষার্থীরা। মহেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাবনা, ২৮ জুলাইলালমনি এক্সপ্রেস ট্রেনের খালি বগিতে কমিউটার ট্রেন ধাক্কা দেয়। এতে লালমনি এক্সপ্রেস ট্রেনের শীতাতপনিয়ন্ত্রিত দুটি খালি বগি লাইনচ্যুত হয়। বিডিআর রেলগেট, লালমনিরহাট, ২৮ জুলাইপাপড়ি ঝরে যাওয়ার পর গাছে রয়ে গেছে কদম ফুলের অবশিষ্ট অংশ। রাজাবাড়ি, শ্রীপুর, গাজীপুর। ২৮ জুলাই