Thank you for trying Sticky AMP!!

মন্ত্রী হলে মেনন কি এ কথা বলতেন, প্রশ্ন কাদেরের

ওবায়দুল কাদের। প্রথম আলো ফাইল ছবি

২০১৮ সালের ৩০ ডিসেম্বরে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। মেনন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলেরও নেতা। নিজেদের জোটের এক নেতার এমন মন্তব্যে বিব্রত ক্ষমতাসীনেরা। কিন্তু এ নিয়ে ওই নেতাকে টিপ্পনীও কেটেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আজ রোববার সচিবালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছেন, মন্ত্রী হলে কি রাশেদ খান মেনন এ কথা বলতেন?

মেনন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন। কিন্তু ২০১৮–এর নির্বাচনের পর তাঁকে আর মন্ত্রিত্ব দেওয়া হয়নি।

আজ ওবায়দুল কাদের বলেন, ‘তিনি যদি বলেই থাকেন, আমার প্রশ্ন হচ্ছে এত দিন পরে কেন? এই সময়ে কেন? নির্বাচনটা তো অনেক আগে হয়ে গেছে। আরেক প্রশ্ন সবিনয়ে, মন্ত্রী হলে কি তিনি এ কথা বলতেন? আর কোনো কিছু বলতে চাই না।’

মন্ত্রী কাদের বলেন, এ ব্যাপারে ১৪ দলের সমন্বয়কারী মোহাম্মদ নাসিমের কাছে জানতে চাওয়া হবে।

বরিশালের অশ্বিনীকুমার টাউন হলে ওয়ার্কার্স পার্টির সম্মেলনে মেনন বলেন, ‘২০১৮–এর নির্বাচনে আমিও নির্বাচিত হয়েছি। তার পরও আমি সাক্ষ্য দিচ্ছি, ওই নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এমনকি পরবর্তীতে উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট দিতে পারেনি।’

সরকারীদলীয় সাংসদ বুবলীর পরীক্ষা জালিয়াতির বিষয়টি নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন: