সিমন্স ও সালাহউদ্দীনের সঙ্গে আলোচনায় লিটন
সিমন্স ও সালাহউদ্দীনের সঙ্গে আলোচনায় লিটন

লিটনের আত্মবিশ্বাসের অভাব দেখছেন সিমন্সও

টি-টোয়েন্টি অধিনায়কত্বের ভার তাঁর কাঁধে। দায়িত্বটা স্বাভাবিকভাবেই আগের চেয়ে বেড়েছে। কিন্তু লিটন দাস সেটা কতটা সামলাতে পারছেন? শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সুযোগ পেয়ে শূন্য রানে আউট হয়েছিলেন। পরের দুই ম্যাচে আর সুযোগই পাননি। এরপর নেতৃত্ব নিয়ে নামা প্রথম টি-টোয়েন্টিতেও ফ্লপ। ১১ বল খেলে ৬ রানে আউট।

এই সংস্করণে আগের দুই ম্যাচে ফিরেছেন ২২ ও ৬ রানে। দল ম্যাচ হারছে, অধিনায়কেরও ফর্ম নেই। স্বাভাবিকভাবেই চাপ বাড়ছে। এ অবস্থায় লিটনকে নিয়ে টিম ম্যানেজমেন্টের ভাবনা কী?

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি সামনে রেখে আজ ডাম্বুলায় বাংলাদেশ দলের হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন প্রধান কোচ ফিল সিমন্স। অধিনায়কের ফর্ম নিয়ে জিজ্ঞেস করা হলে কোচ উত্তর দিয়েছেন এভাবে—‘আমার মনে হয় এখন তাঁর আত্মবিশ্বাস কম আছে। আমরা জানি সে কী করতে পারে। আমরা তাঁকে ওই জায়গায় ফিরিয়ে নিতে কঠোর পরিশ্রম করছি। আশা করি সে পরের ম্যাচে ওই জায়গাটায় যাবে, তাঁর সামর্থ্য দেখাবে।’

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাওয়ার প্লের ব্যাটিংয়ে ৫৪ রান করেছিল বাংলাদেশ। কিন্তু এমন ভালো শুরুর পরও শেষ পর্যন্ত ১৫৪ রানে থেমেছে দলের সংগ্রহ। অন্যদিকে রান তাড়ায় নেমে শ্রীলঙ্কা ৬ ওভারে ৮৩ রান তুলে। তবে ম্যাচ জিততে তাঁদের ১৯তম ওভার পর্যন্ত খেলতে হয়েছে।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি–টোয়েন্টিতে ভালো করতে পারেননি লিটন

আগামীকালের ম্যাচে এ ব্যাটিং ও বোলিংয়ের এ সব জায়গায় উন্নতিতে চোখ রাখছেন সিমন্স, ‘পরিকল্পনা হচ্ছে আরও ভালো করা। গত ম্যাচে আমরা যথেষ্ট ভালো খেলিনি। আমাদের আরও কিছু রান করতে হবে আর (বোলিংয়ে) প্রথম ৬ ওভারে ভালো করতে হবে। আমাদের কিছু জায়গায় উন্নতি করতে হবে তাঁদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় যাওয়ার জন্য। আমরা সেটির দিকেই তাকিয়ে আছি।’

প্রথম টি-টোয়েন্টির একাদশে ছিলেন না জাকের আলি। ঊরুর মাংসপেশিতে টান লাগায় তিনি খেলতে পারেননি। দ্বিতীয় ম্যাচে কি জাকের খেলবেন? সিমন্সের উত্তর—‘আমরা দেখব আজকের রাতটা তাঁর কেমন কাটে। কাল অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।’

প্রথম ম্যাচে বাংলাদেশের একাদশে চার ওপেনার রাখা নিয়ে আলোচনা উঠেছিল। দীর্ঘদিন পর ফেরা মোহাম্মদ নাঈম চারে নেমে ভালো খেলতে পারেননি। ২৯ বল খেলে করেন ৩২ রান। আগের ম্যাচের একাদশ কেন এ রকম গড়তে হয়েছে, ওই বাস্তবতা মনে করিয়ে দিয়েছেন সিমন্স, ‘মানুষকে দেখতে হবে কী হচ্ছে। জাকের ইনজুরিতে, আমরা সেখানে কাকে খেলাব? বোলার? বাস্তবতা বুঝতে হবে। আমাদের একজন ব্যাটসম্যান খেলাতেই হতো (জাকেরের জায়গায়)। এই সংস্করণে মানিয়ে নেওয়া একটা বড় জিনিস।’

প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হারা বাংলাদেশকে সিরিজজয়ের সম্ভাবনা বাঁচিয়ে রাখতে আগামীকাল জিততেই হবে।