Thank you for trying Sticky AMP!!

চলমান বোর্ডার–গাভাস্কার ট্রফিতে এখন পর্যন্ত ১৪ উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন

অ্যান্ডারসনকে সরিয়ে অশ্বিন এখন এক নম্বর

এক সপ্তাহ আগেও আইসিসি টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন প্যাট কামিন্স। তবে সপ্তাহের ব্যবধানে রাজত্বে এসেছে দুবার পরিবর্তন।

গত বুধবার কামিন্সকে হটিয়ে চূড়ায় উঠেছিলেন ৪০ বছর বয়সী জেমস অ্যান্ডারসন। তাতে ৮৭ বছর পর প্রথম কোনো ৪০ ছাড়ানো বোলারকে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে দেখেছিল টেস্ট ক্রিকেট। তবে সপ্তাহের সঙ্গে মাস ঘুরতেই অ্যান্ডারসনও রাজত্ব হারিয়ে ফেলেছেন। ইংলিশ পেসারকে সরিয়ে টেস্ট বোলারদের সিংহাসনে বসেছেন ভারতের অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

আজ আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে চূড়ায় উঠে আসা অশ্বিনের রেটিং পয়েন্ট সর্বোচ্চ ৮৬৪। দুইয়ে নেমে যাওয়া অ্যান্ডারসনের পয়েন্ট ৮৫৯। অ্যান্ডারসনের চেয়ে এক পয়েন্ট কম কামিন্সের। মায়ের অসুস্থতার কারণে ভারত সফরের প্রথম দুই টেস্ট খেলেই দেশে ফিরে গেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টেস্টে ১৪ উইকেট নিয়েছেন অশ্বিন। নাগপুরের পর দিল্লি টেস্টে অনায়াস জয়ে ভারতও ধরে রেখেছে বোর্ডার-গাভাস্কার ট্রফি। ২০১৫ সালে প্রথমবার বোলারদের টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিলেন অশ্বিন। এরপর আরও বেশ কয়েকবার এক নম্বর বোলারের স্বীকৃতি পেয়েছেন ৩৬ বছর বয়সী স্পিনার।

বোলারদের টেস্ট র‍্যাঙ্কিংয়ে অশ্বিন শীর্ষে উঠলেও বড় চমক হয়ে এসেছে তাঁর সতীর্থ যশপ্রীত বুমরা ও পাকিস্তানের শাহিন আফ্রিদির নাম। পিঠে অস্ত্রোপচারের পর এখনো পুরোপুরি সেরে ওঠেননি বুমরা। আফ্রিদি অবশ্য চোট কাটিয়ে পিএসএল দিয়ে মাঠে ফিরেছেন। তবে দুজনই সর্বশেষ টেস্ট খেলেছেন ৮ মাস আগে। দীর্ঘ সময় সাদা পোশাকের ক্রিকেট থেকে দূরে থাকলেও অন্যদের ব্যর্থতায় এক ধাপ এগিয়ে র‍্যাঙ্কিংয়ের চারে ও পাঁচে উঠে এসেছেন বুমরা ও আফ্রিদি।

অশ্বিনের রেটিং পয়েন্ট এখন সর্বোচ্চ ৮৬৪

বুমরা-আফ্রিদিদের উন্নতি হলেও বাংলাদেশের বোলারদের হয়েছে অবনমন। তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান—মিরপুরে আজ ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের একাদশে থাকা তিন স্পিনারই টেস্ট র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছেন এক ধাপ করে।

Also Read: ৪০ বছর বয়সে এক নম্বর হয়ে যে রেকর্ড মনে করিয়ে দিলেন অ্যান্ডারসন

ব্যাটসম্যানদের টেস্ট র‍্যাঙ্কিংয়ে অবশ্য কোনো চমক নেই। ভারত সফরে ব্যাট হাতে এখনো বড় ইনিংস খেলতে না পারলেও শীর্ষ দুইয়ে আছেন অস্ট্রেলিয়ার মারনাস লাবুশেন ও স্টিভেন স্মিথ।

ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে রুদ্ধশ্বাস টেস্টের দুই ইনিংস মিলিয়ে ২৪৮ রান করা জো রুট দুই ধাপ এগিয়ে উঠে এসেছে শীর্ষ তিনে। তাঁকে জায়গা করে দিতে নেমে যেতে হয়েছে বাবর আজমকে। পাকিস্তান অধিনায়ক আছেন চারে। শীর্ষ পাঁচের শেষজন আরেক অস্ট্রেলিয়ান ট্রাভিস হেড।

নতুন মাসের প্রথম দিনেই দুঃসংবাদ পেয়েছেন অ্যান্ডারসন

টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পাঁচে কোনো বদল নেই। ভারতের রবীন্দ্র জাদেজা, অশ্বিনের পর আছেন সাকিব। ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস চারে আর অক্ষর প্যাটেল আছেন পাঁচে।

Also Read: নাগপুরে অস্ট্রেলিয়াকে ‘নাচিয়ে’ র‍্যাঙ্কিংয়ে এগোলেন অশ্বিন–জাদেজা