Thank you for trying Sticky AMP!!

ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেট নেওয়ার পর

ভারতের প্রথম পেসার হিসেবে টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে বুমরা

সময় এখন যশপ্রীত বুমরার।

ইংল্যান্ডের বিপক্ষে বিশাখাপট্টনম টেস্টে ৯ উইকেট নেওয়া বুমরা ভারতের প্রথম পেসার হিসেবে আইসিসি টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন। ভারতের চতুর্থ বোলার হিসেবে আইসিসি টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষেও উঠলেন এই পেসার। এর আগে এই কীর্তি ছিল রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও প্রয়াত বিষাণ সিং বেদির।

বুমরার আগে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন ভারতেরই স্পিনার অশ্বিন। জাতীয় দল সতীর্থকে সরিয়েই তিন থেকে শীর্ষে উঠলেন বুমরা। নিউজিল্যান্ডের বিপক্ষে না খেললেও দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয়।

বিশাখাপট্টনম টেস্টে রান পেয়েছেন ভারতের ওপেনার যশস্বী জয়সোয়াল। প্রথম ইনিংসে ভারত যে বড় সংগ্রহ পেয়েছিল সেটা জয়সোয়ালের দ্বিশতকের সুবাদে। ইংল্যান্ডের বিপক্ষে ২০৯ রানের ইনিংস খেলে জয়সোয়াল ৩৭ ধাপ এগিয়ে র‌্যাঙ্কিংয়ের ২৯তম স্থানে উঠে এসেছেন।

ভারতের তৃতীয় সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে দ্বিশতক করেন ২২ বছর ৩৬ দিন বয়সী জয়সোয়াল

টেস্ট ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে যথারীতি কেইন উইলিয়ামসন। তবে ভারতের বিপক্ষে বিশাখাপট্টনম টেস্টে পারফর্ম করতে না পারায় জো রুট দুই থেকে নেমে গেছেন তিনে। স্টিভ স্মিথ উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় ইনিংসে অর্ধশত করা জ্যাক ক্রলি ৮ ধাপ এগিয়ে আছেন ২২তম স্থানে।

Also Read: সোমবার ‘জ্বরে ভুগে’ অফিসে যাবেন না যুক্তরাষ্ট্রের ১ কোটি ৬১ লাখ মানুষ, কারণ সুপারবোল ভাইরাস

৩৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে বুমরা ৫ উইকেট পেয়েছেন ১০ বার। তবে এর আগে তাঁর র‍্যাঙ্কিংয়ে সর্বোচ্চ স্থান তিন নম্বর। চলতি বছরেই দুইবার ৫ উইকেট পেয়েছেন বুমরা। কেপটাউনে বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬১ রানে ৬ উইকেট নেওয়ার পর বিশাখাপট্টনম টেস্টের প্রথম ইনিংসে নেন ৪৫ রানে ৬ উইকেট।

অন্যদিকে অশ্বিন বিশাখাপট্টনম টেস্টে নিজের মান অনুযায়ী পারফর্ম করেননি। নিয়েছেন ৩ উইকেট। তাতে দুই ধাপ পিছিয়েছেন অশ্বিন। এই স্পিনারের রেটিং পয়েন্ট ৮৪১। দুই নম্বরে থাকা রাবাদার ৮৫১। আর বুমরা শীর্ষে আছেন ৮৮১ রেটিং পয়েন্ট নিয়ে। শ্রীলঙ্কার স্পিনার প্রবাত জয়াসুরিয়া ৩ ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছেন। চার নম্বরে আছেন প্যাট কামিন্স। পাঁচে জশ হ্যাজলউড।

সর্বশেষ ৯ ইনিংসে ৬ বার তিন অঙ্ক ছুঁয়েছেন উইলিয়ামসন

টেস্টে সর্বশেষ ৯ ইনিংসে উইলিয়ামসনের শতক ৬টি। শতক করেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাউন্ট মঙ্গানুইয়ে টেস্টের দুই ইনিংসেই। উইলিয়ামসনের রেটিং পয়েন্ট ৮৬৪। দুই নম্বরে থাকা স্মিথের ৮১৮।

আইসিসি টেস্ট অলরাউন্ডারদের তালিকার শীর্ষে আছেন রবীন্দ্র জাদেজা। তাঁর রেটিং পয়েন্ট ৪১৬। ৩২৬ রেটিং পয়েন্ট নিয়ে অশ্বিন দুইয়ে। তিন নম্বরে থাকা সাকিব আল হাসানের ৩২০ রেটিং পয়েন্ট।

Also Read: মৃত্যুর ৫৮ বছর পর গ্র্যান্ডমাস্টার হলেন দাবার ‘সুলতান’