Thank you for trying Sticky AMP!!

আল হিলালের ব্রাজিলিয়ান তারকা নেইমার

পিএসজি ও এমবাপ্পেকে নিয়ে সমালোচনার পোস্টে নেইমারের ‘লাইক’

এক সেকেন্ডের কম সময়ের ব্যাপার! ছোট্ট একটা বিষয়। ইনস্টাগ্রামের একটা পোস্টে ‘লাইক’ লেখা জায়গায় গিয়ে তিনি শুধু একটা ক্লিক করেছেন। তাঁর একটি লাইকেই আবার ঝড় উঠেছে। তা তো উঠবেই, তাঁর নামটা যে নেইমার।

নেইমার লাইকটি দিয়েছেন পিএসজি ও কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে করা সমালোচনায়। এই লাইক দিয়ে নেইমার নিজেও হয়ে গেলেন পিএসজি ও এমবাপ্পের একজন সমালোচক। একই সঙ্গে তিনি বুঝিয়ে দিলেন, পিএসজিতে থাকার সময় যতই বলে থাকুন যে এমবাপ্পের সঙ্গে তাঁর কোনো সমস্যা নেই, আসল ব্যাপারটা তা নয়, সমস্যা ঠিকই ছিল।

Also Read: ৪ মাস পর সৌদিতে ফিরলেন নেইমার, ফুল দিয়ে বরণ

মৌসুম শেষে পিএসজি ছাড়বেন কিলিয়ান এমবাপ্পে

নেইমার ব্রাজিলের ডিজিটাল ক্রিয়েটর ওয়েবসাইট জোগাদা এনসাইয়াদার যে পোস্টে লাইক দিয়েছেন, কী লেখা ছিল সেখানে? এমবাপ্পের সঙ্গে সর্বশেষ চুক্তির পর পিএসজির চেয়ারম্যান নাসের আল খেলাইফি ২০২৫ লেখা একটি জার্সি তুলে দেন ফরাসি তারকার হাতে।

এমবাপ্পের হাতে খেলাইফির সেই জার্সি দেওয়ার ছবিটির সঙ্গে পিএসজি চেয়ারম্যানের অবাক হওয়ার একটি ছবি জুড়ে দিয়ে পোস্ট করেছে জোগাদা এনসাইয়াদা। ছবিটির পাশে পিএসজি আর এমবাপ্পেকে সমালোচনা করে লেখাটি দেওয়া হয়েছে।

Also Read: মার্কার দাবি: ১ জুলাই থেকে এমবাপ্পে রিয়ালের খেলোয়াড়, চুক্তি হয়েছে আগেই

পোস্টটিতে লেখা হয়েছে, ‘কীভাবে একটি ফুটবল ক্লাব চালাতে হয়, পিএসজি এর উদাহরণ। তারা বিশ্বের সেরা খেলোয়াড়দের একত্র করতে পেরেছে। যখনই দল ভালো খেলতে শুরু করে, নির্দিষ্ট একজন ফরাসির অহম পরিবেশ বিষিয়ে তোলে। এমবাপ্পে নিজেকে আলাদা অনুভব করতে থাকে। দলের বেশির ভাগ খেলোয়াড়ই স্প্যানিশ ভাষায় কথা বলত এবং সে (এমবাপ্পে) ক্লাব ছাড়ার হুমকি দেয়।’

মেসি ও নেইমারের ক্লাব ছাড়ার বিষয়ে সেই পোস্টে লেখা হয়েছে, ‘নিজেদের সবচেয়ে মূল্যবান রত্ন হারানো এড়াতে এমবাপ্পের ঘনিষ্ঠ নয়, এমন খেলোয়াড় বিক্রি শুরু করে পিএসজি। সে যা কিছু চেয়েছিল, ক্লাব তার সবটা করার পর এমবাপ্পে পিএসজিকে বলে দিল যে মৌসুম শেষে চলে যাবে।’

Also Read: রিয়ালে কত নম্বর জার্সি পরবেন এমবাপ্পে