Thank you for trying Sticky AMP!!

লিওনেল মেসি, নেইমার আর সুয়ারেজ যখন বার্সায় ছিলেন

‘নেইমার বার্সেলোনায় থাকলে ব্যালন ডি’অর জিততে পারত’

লিওনেল মেসি লুইস সুয়ারেজের সঙ্গে মিলে বার্সেলোনার আক্রমণভাগকে অপ্রতিরোধ্য এক রূপ দিয়েছিলেন নেইমার। ‘এমএসএন’ ত্রয়ী হিসেবে স্বীকৃতি পাওয়া বার্সার এই আক্রমণভাগ পৃথিবীর যেকোনো রক্ষণকে একাই গুঁড়িয়ে দিতে যথেষ্ট ছিল। তবে ২০১৭ সালে নেইমার রেকর্ড মূল্যে পিএসজিতে চলে গেলে ভেঙে যায় এ ত্রয়ী। নেইমারের পিএসজিতে যাওয়ার সেই সিদ্ধান্ত নিয়ে এবার প্রশ্ন তুলেছেন সুয়ারেজ। বলেছেন, বার্সেলোনায় থাকলে নেইমার ব্যালন ডি’অর জিততে পারতেন।

বার্সায় মেসি-সুয়ারেজের সঙ্গে রীতিমতো উড়ছিলেন নেইমার। পিএসজিতে গিয়ে নিজের সেই সময়টা আর ফিরে পাননি এই ব্রাজিলিয়ান তারকা। চোটও নেইমারের গতিকে বাধাগ্রস্ত করেছে বারবার।

Also Read: গোলের নতুন রেকর্ড এমবাপ্পের

বার্সায় নেইমারের অবস্থানটা কেমন ছিল, জানাতে গিয়ে সুয়ারেজ বলেছেন, ‘আমাদের কাছে মেসি ছিল বিশ্বসেরা। আর আমার কাছে নেইমার ছিল দ্বিতীয় সেরা। তারা আমাকে গোল্ডেন বুট জিততে সহায়তা করেছে। আমি সব সব সময় তাদের কাছে কৃতজ্ঞ। এটা আরও প্রমাণ করেছে যে, তিনজন তারকা ব্যক্তিগত অর্জনের জন্য না খেলে একসঙ্গে দলীয় সাফল্যের জন্য খেলতে পারে। আমার মনে হয়, এটাই আমাদের সেরা বানিয়েছে। সঙ্গে ভালো সতীর্থও বানিয়েছে।’

সুয়ারেজ এখন খেলেন ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওর হয়ে

বার্সায় নিজের লক্ষ্য কী ছিল, তা নিয়ে সুয়ারেজ আরও বলেছেন, ‘আমি তাদের দুজনকে বলেছি, আমি জিততে এসেছি এবং গুরুত্বপূর্ণ জিনিসগুলো অর্জন করতে চাই। আমার জন্য বিষয় ছিল না যে পেনাল্টি কে নেবে, তা নিয়ে নেইমারের সঙ্গে কিংবা মেসির সঙ্গে ফ্রি-কিক নেওয়া নিয়ে তর্ক করব। আর মাঠের বাইরে আমরা যখন পান করতে বসতাম (নেইমার করত না), নেইমারও পাশে এসে বসত। আমরা তখন সব ধরনের বিষয় নিয়ে কথা বলতাম।’

Also Read: সৌদি প্রো লিগে মাসসেরার পুরস্কার জিতে রোনালদো যা বললেন

নেইমারের বার্সেলোনা ছাড়ার কারণ হিসেবে সে সময় মেসির ছায়া থেকে বেরিয়ে এসে আলাদা সত্তা তৈরির কথাটি বারবার বলা হচ্ছিল। অনেকেই তখন বলেছিলেন, পিএসজিকে ইউরোপিয়ান সাফল্য এনে দিয়ে ব্যালন ডি’অর জিততে চান এ ব্রাজিলিয়ান তারকা। তবে সে লক্ষ্য এখনো পূরণ হয়নি। এমনকি এখন মেসিও পিএসজিতে খেলছেন।

পিএসজি তারকা নেইমার

তবে সুয়ারেজ মনে করেন, নেইমার বার্সেলোনায় থাকলে সবকিছুই পেতেন, ‘ আমি তাকে বলেছিলাম, তুমি বার্সেলোনায় থাক সবকিছু জিততে পারবে। যদি নেইমার বার্সেলোনায় থাকত, তাহলে সে নিশ্চিতভাবে ব্যালন ডি’অর জিততে পারত।’