বিষয়: বাংলা - পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি পর্ব-১১

[প্রিয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী, গত পর্বগুলোর (পর্ব-১, পর্ব-২,পর্ব-৩,পর্ব-৪, পর্ব-৫,পর্ব-৬, পর্ব-৭, পর্ব-৮ , পর্ব-৯পর্ব-১০) ধারবাহিকতায় আমরা আজকে 'সিরাজউদ্দৌলা' নাটক থেকে গুরুত্বপূর্ণ ২০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর দেখব। গত পর্বগুলোতে আমরা বাংলা বইয়ের সবগুলো অধ্যায় ও উপন্যাস থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন দেখেছি]

বাংলা সহপাঠের অন্তর্ভুক্ত সিকান্দার আবু জাফর রচিত 'সিরাজউদ্দৌলা' নাটক থেকে আজ নির্বাচিত কিছু প্রশ্ন দেয়া হলো। আমরা ধারাবাহিকভাবে এ আলোচনা ও অনুশীলনী তোমাদের জন্য প্রকাশ করবো।

1. সিরাজউদ্দৌলা নাটক কত অঙ্কে বিন্যস্ত?
A. তিন

B. চার

C. পাঁচ

D. এক
2. জগৎ শেঠের প্রকৃত নাম কী?
A. ফতেহ চাঁদ

B. কামাল লোহানী

C. দিগম্বর রায়

D. বীরচন্দ্র শেঠ
3. ‘আপনাকে আমরা মায়ের মতো ভালোবাসি।’ ঘসেটি বেগমকে উদ্দেশ করে এ কথা কে বলেছিল?
A. সিরাজ

B. রাইসুল জুহালা

C. লুত্ফা

D. আমিনা
4. কোথায় যেতে পারলে আবার প্রতিরোধ গড়ে তোলা যাবে বলে নবাব প্রত্যয় ব্যক্ত করেন?
A. মুর্শিদাবাদ

B. কলকাতা

C. ঢাকা

D. পাটনা
5. সিরাজ তাঁর চারপাশে ‘দেয়াল’ বলেছেন কোনটিকে?
A. ইংরেজদের সহযোগিতাকে

B. অধীনদের ষড়যন্ত্রকে

C. আত্মীয়দের বিশ্বাসঘাতকতাকে

D. স্বপ্ন দেখার আকাঙ্ক্ষাকে
6. সততার চেয়ে অর্থকে অধিকতর মূল্যবান মনে করে কোন চরিত্র?
A. ঘসেটি বেগম

B. লুত্ফুন্নেসা

C. ক্লেটন

D. উমিচাঁদ
7. কার সংলাপের মাধ্যমে সিরাজউদ্দৌলা নাটকের পরিসমাপ্তি ঘটেছে?
A. ক্লাইভের

B. মিরনের

C. সিরাজের

D. মোহাম্মদি বেগের
8. ‘সে মসনদে বসতে হলে আপনার হাত ধরেই বসব, তা না হলে নয়।’ কে, কাকে এ কথা বলেছে?
A. মির জাফর, ক্লাইভকে

B. মির জাফর, ড্রেককে

C. মির জাফর, ওয়াসকে

D. মির জাফর, হলওয়েলকে
9. ‘আমাকে খুন করে ফেলো, আমাকে খুন করে ফেলো।’ এটি কার সংলাপ?
A. রাজবল্লভের

B. রায়দুর্লভের

C. জগৎ শেঠের

D. উমিচাঁদের
10. সিরাজউদ্দৌলাকে কোন কয়েদখানায় বন্দী করে নিয়ে আসা হয়?
A. জাফরাগঞ্জের

B. মুর্শিদাবাদের

C. আলিনগরের

D. লক্ষবাগের

11. উমিচাঁদকে ঠকানোর জন্য ক্লাইভ কোন কৌশলের আশ্রয় নিয়েছিলেন?

A. মিথ্যা আশ্বাসের

B. নকল মোহরের

C. নকল মুদ্রার

D. নকল দলিলের

12. ওয়াটসনের সই জাল করে দিয়েছিল কে?

A. তেটন

B. লুসিংটন

C. ক্লাইভ

D. ড্রেক

13. মিরনের বাবা কে?

A. মির জাফর

B. মোহনলাল

C. মির মর্দন

D. উমিচাঁদ

14. লবণের ইজারাদার কে ছিল?

A. সেনাধ্যক্ষ

B. সামন্ত শ্রেণি

C. কুঠিয়াল ইংরেজ

D. সার্জন হলওয়েল

15. পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পক্ষে কতজন সৈন্য ছিল?

A. ৪৫ হাজার

B. ৫০ হাজার

C. ৫৫ হাজার

D. ৬০ হাজার

16. পলাশীর যুদ্ধে ইংরেজদের কামানসংখ্যা কত ছিল?

A. গোটা পাঁচেক

B. গোটা দশেক

C. গোটা পনেরো

D. গোটা বিশেক

17. ইংরেজ সৈন্যরা কোথায় আশ্রয় নিয়েছিল?

A. অগীরণীর নিকটবর্তী শিবিরে

B. পলাশীর ব্যারাকে

C. লক্ষবাগে

D. মিরবাগে

18. কে যুদ্ধ বন্ধ করতে চাননি?

A. মির মর্দন

B. মোহনলাল

C. মির জাফর

D. সাঁফ্রে

19. উপযুক্ত মর্যাদায় কার লাশ দাফন করতে হবে?

A. মির জাফরের

B. মির মর্দনের

C. মোহনলালের

D. মিরনের

20. মোহাম্মদি বেগ কত টাকার বিনিময়ে সিরাজকে হত্যা করতে রাজি হয়েছিল?

A. দশ হাজার

B. আট হাজার

C. ছয় হাজার

D. পাঁচ হাজার

আগামী পর্বে থাকবে – ধ্বনিতত্ত্ব, সন্ধি, ধ্বনি পরিবর্তন

সঠিক উত্তর

1| B. চার 2| A. ফতেহ চাঁদ 3| C. লুত্ফা   4| D. পাটনা   5| B. অধীনদের ষড়যন্ত্রকে 6| D. উমিচাঁদ 7| D. মোহাম্মদি বেগের 8| A. মির জাফর, ক্লাইভকে 9| D. উমিচাঁদের 10| A. জাফরাগঞ্জের 11| D. নকল দলিলের 12| B. লুসিংটন 13| A. মির জাফর 14| C. কুঠিয়াল ইংরেজ 15| B. ৫০ হাজার 16| B. গোটা দশেক 17| C. লক্ষবাগে 18 | B. মোহনলাল 19| B. মির মর্দনের 20| A. দশ হাজার

রাহাদ হোসেন (প্রাক্তন শিক্ষার্থী,ঢাবি), প্রভাষক, স্কুল অব জেনারেল এডুকেশন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ঢাকা