
২১. স্টার ফিশ, সি আর্চিন ইত্যাদির বহিঃত্বক কেমন?
ক. কাঁটাযুক্ত খ. মসৃণ
গ. গর্তময় ঘ. তৈলাক্ত
২২. কোনো কোনো অমেরুদণ্ডীতে যে সিলেন্টরন দেখা যায়, তা আসলে কী?
ক. উপাঙ্গ খ. বক্ষ
গ. বহিঃত্বক ঘ. ফাঁপা শরীর
২৩. ত্বকে লোম, আঁশ বা পালক কিছুই নেই কাদের?
ক. শোল খ. হরিণ
গ. কুনো ব্যাঙ ঘ. ইঁদুর
২৪. কোন উদ্ভিদ নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে না?
ক. গাঁদা ফুল খ. কুমড়াগাছ
গ. ছত্রাক ঘ. শেওলা
২৫. দেহ, মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত কোন উদ্ভিদের?
ক. ঢেঁকিশাক খ. মগ
গ. ক্লোরেলা ঘ. মাশরুম
২৬. ঢেঁকিশাক কোন জাতীয় উদ্ভিদ?
ক. ব্রায়োফাইটা খ. টেরিডোফাইটা
গ. থ্যালোফাইটা ঘ. ফানজাই
২৭. নিচের কোনটি ফানজাই শ্রেণির উদাহরণ?
ক. হরিণ খ. পেনিসিলিন
গ. মাশরুম ঘ. কুমড়াগাছ
২৮. স্বভোজী জীব নিচের কোনটি?
ক. সরীসৃপ খ. ব্যাঙ
গ. মাছ ঘ. শৈবাল
২৯. নিচের কোনটি অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়?
ক. শৈবাল খ. ছত্রাক
গ. পেনিসিলিয়াম ঘ. ব্যাকটেরিয়া
৩০. প্রবালকীটের দেহের ভেতর যে গহ্বর থাকে, তাকে কী বলে?
ক. অ্যান্টেনা খ. কোষগহ্বর
গ. সিলেন্টেরন ঘ. পুঞ্জাক্ষি
সঠিক উত্তর: ২১.ক ২২.ঘ ২৩.গ ২৪.গ ২৫.ক ২৬.খ ২৭.খ ২৮.ঘ ২৯.ঘ ৩০.গ