হুমা কুরেশি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
হুমা কুরেশি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

পকেটে মাত্র ১ হাজার টাকা নিয়ে দিল্লি থেকে মুম্বাই আসা সেই মেয়েটি

বাণিজ্যিক, শৈল্পিক ঘরানা—সব ধরনের সিনেমা–সিরিজে অভিনয় করেছেন তিনি। পর্দায় পাওয়া গেছে নানা বৈচিত্র্যময় চরিত্রে। তিনি আর কেউ নন, হুমা কুরেশি। গতকাল ছিল অভিনেত্রীর জন্মদিন। এ উপলক্ষে ইন্ডিয়ান এক্সপ্রেস, ফেমিনা অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রী হিসেবে কিছু তথ্য—

১. ১৯৮৬ সালের ২৮ জুলাই জন্ম হুমা কুরেশির। বাবা রেস্টুরেন্ট ব্যবসায়ী। তবে হুমার মন ব্যবসায় নয়, ছিল অভিনয়ে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
দিল্লিতে পড়ার সময়ই জড়িয়ে পড়েন থিয়েটারে। পাশাপাশি চলতে থাকে মডেলিং। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
২০১২ সালে করেন অনুরাগ কশ্যপের ‘গ্যাংস অব ওয়েপুর’। এ সিনেমাই তাঁকে সমালোচকদের প্রিয় পাত্রীতে পরিণত করে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
গত এক যুগে ‘দেড় ইশকিয়া’, ‘বদলাপুর’, ‘জলি এলএলবি ২’, ‘মনিকা, ও মাই ডার্লিং’ ইত্যাদি আলোচিত সিনেমা করেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
হুমাকে দেখা গেছে তরলা দালালের বায়োপিক ‘ডাবল এক্সএল’সহ নানা ব্যতিক্রমী সিনেমায়। এ ছাড়া করেছেন ‘লায়লা’, ‘মহারানি’র মতো আলোচিত সিরিজ। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
নিজের কাজের দর্শন নিয়ে হুমা বলেন, ‘গাছগাছালির পাশে দাঁড়িয়ে নাচের দৃশ্যে কাজ করেছি অনেক। কিন্তু এখন আর সেই পথে হাঁটতে চাই না। ভালো চিত্রনাট্য পেলে আমার বয়সের চেয়ে বড় চরিত্রে অভিনয় করতেও রাজি। তাতে ভয় নেই।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
একই প্রসঙ্গে হুমা আরও বলেন, ‘আমার সামনে দুটি রাস্তা খোলা ছিল—একটা হলো সৌন্দর্য বাড়াতে একের পর এক কসমেটিক সার্জারি করা আর পরিচালকের কলের অপেক্ষায় থাকা। আরেকটা হলো ভালো চিত্রনাট্য হাতে নিয়ে সাহসী চরিত্রে কাজ করে যাওয়া। আমি দ্বিতীয় পথটাই বেছে নিয়েছি।’ সাহসী চরিত্র করে তিনি যে সফল, বলাই বাহুল্য। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
কাউকে সন্তুষ্ট করতে নয়, হুমা কাজ করেন নিজের মর্জিমতো। তাঁর ভাষ্যে, ‘কেবল সুন্দর আর আবেদনময়ী হওয়ার জন্য আমি বলিউডে পা রাখিনি। পুরুষ বা সমাজের চোখে নিজের দিকে তাকাই না। নিজের শরীর, নিজের সৌন্দর্য আর নিজের কাজকে উদ্‌যাপন করতে আমি জানি। সে জন্য আমার কারও কাছ থেকে অনুমোদনের প্রয়োজন নেই।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
পকেটে মাত্র এক হাজার টাকা নিয়ে দিল্লি থেকে মুম্বাইয়ে এসেছিলেন হুমা। নিজের কাজ দিয়ে এখন তিনি অনেক টাকার মালিক। নিজের যোগ্যতায় অবস্থান গড়েছেন হুমা। তিনি বলেন, ‘আমি গ্ল্যামার ভালোবাসি। লালগালিচার জন্য তৈরি হতে পছন্দ করি। কিন্তু তাই বলে সৌন্দর্য দেখাতে এখানে আসিনি। কেননা আপনি যত সুন্দরই হোন না কেন, যথেষ্ট নয়। সব সময়ই আপনার চেয়ে সুন্দর কেউ এসে আপনার জায়গা কেড়ে নেবে। কেননা সৌন্দর্যের ধারণাটাই এমন। খুব বেশিক্ষণ থাকে না। দর্শক “বোর” হয়ে যায়। নতুন সৌন্দর্যকে বরণ করে নেওয়ার জন্য উন্মুখ হয়ে থাকে। তাই নিজের কাজের বৈচিত্র্য আর বিশেষত্ব দিয়ে টিকে থাকুন।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
গতকাল নিজের জন্মদিনে নতুন ছবির খবর পেয়েছেন হুমা কুরেশি। ‘খোসলা কা ঘোসলা’র প্রিকুয়েলে অভিনয় করছেন তিনি। ২০০৬ সালে মুক্তি পাওয়া ছবিটি সাড়া ফেলেছিল। প্রযোজকেরা জানিয়েছেন, নতুন ছবির চিত্রনাট্য চূড়ান্ত। শিগগিরই শুটিং শুরু হবে। প্রিকুয়েলেও থাকছেন অনুপম খের ও বোমান ইরানি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে