ইমরান খান
ইমরান খান

ভারত–পাকিস্তান উত্তেজনা

ইমরান খানকে মুক্তি দিয়ে সর্বদলীয় বৈঠকের আহ্বান পিটিআইয়ের

ইমরান খানকে মুক্তি দিয়ে সরকারের প্রতি সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

সম্প্রতি ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তান-ভারত উত্তেজনা ও নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের হুমকির পরিপ্রেক্ষিতে এ আহ্বান জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল।

গতকাল সোমবার সিনেট অধিবেশনে দেওয়া ভাষণে এ আহ্বান জানান পিটিআইয়ের সিনেটর সৈয়দ আলী জাফর।

সৈয়দ আলী জাফর সিনেট অধিবেশনে বলেন, মানুষ মোদির নাটকের চিত্রনাট্য খুব ভালো করেই জানে। তিনি বলেন, ভারত সরকার একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করতে পারে না।

পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহতের ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেন পিটিআইয়ের এই নেতা সৈয়দ আলী জাফর। তিনি বলেন, মোদি ভারতকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন।

অপরদিকে সিনেটে বিরোধীদলীয় নেতা সিনেটর শিবলী ফারাজ বলেন, ‘পাকিস্তানের সুরক্ষার ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ।’ সিনেটে বক্তব্য দিতে গিয়ে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন ফারাজ। তিনি বলেন, পাকিস্তান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক—দুই ধরনের সমস্যার সঙ্গে লড়াই করছে।

নয়াদিল্লির সমালোচনা করে পিটিআইয়ের নেতা বলেন, পাকিস্তানকে ভাঙার জন্য সব ধরনের চেষ্টা করেছে ভারত। এখনো পাকিস্তানবিরোধী বয়ান তৈরি করতে কাজ করে যাচ্ছে।

২২ এপ্রিলের ওই হামলায় ২৬ জন নিহত হন। নিহতদের মধ্যে একজন নেপালি নাগরিকও ছিলেন। এই হামলার জন্য ভারত সরকার পাকিস্তানকে দায়ী করছে। তবে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে আসছে।

পিটিআইয়ের এই নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি মোদি সরকার পাকিস্তানের এক ফোঁটা পানিও অন্যত্র সরায়, তবে তা শত্রুর আক্রমণ হিসেবে বিবেচিত হবে।’