২০০৩ বিশ্বকাপ শুরুর আগে দৌড়ানোই ভীষণ কঠিন কাজ ছিল টেন্ডুলকারের জন্য। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির মালিক অবশ্য বিশ্বকাপে পুরোটাই নিংড়ে দিয়েছিলেন দেশের জন্য।
টেস্টে দ্বিশতক খুবই অদ্ভুত একটা গণ্ডি। ক্রিজে নেমে শতক হাঁকানো যতটা সোজা, শতক থেকে দ্বিশতকে যাওয়া তার চেয়ে হাজার গুণে কঠিন। সময়ের সঙ্গে সঙ্গে পিচ, বল হয়তো বন্ধু হয়ে যায়, কিন্তু ধৈর্য আর বাঁধ মানে না। ...
একসময় ভারতীয় দলের এই ব্যাটসম্যানের ব্যাটিং স্টাইল ও টেকনিক দেখে মুগ্ধ হয়েছিলেন দলটার বর্তমান কোচ রবি শাস্ত্রী। অবস্থা এখন এমন দাঁড়িয়েছে, রানখরায় থাকা সেই ব্যাটসম্যানই শাস্ত্রীর মুখ রাখতে পারছেন না!