বিষয়: বাংলা - পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি পর্ব-১৪

প্রথম আলো ফাইল ছবি
[প্রিয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী, গত পর্বগুলোর (পর্ব-১, পর্ব-২,পর্ব-৩,পর্ব-৪, পর্ব-৫,পর্ব-৬, পর্ব-৭, পর্ব-৮ , পর্ব-৯ ,পর্ব-১০,পর্ব-১১,পর্ব-১২পর্ব-১৩) ধারবাহিকতায় আমরা আজকে বাংলা ব্যাকরণের সমাস থেকে গুরুত্বপূর্ণ ২০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর দেখব। গত পর্বগুলোতে আমরা বাংলা বইয়ের অধ্যায়, উপন্যাস ও ব্যকরণের বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন দেখেছি]

বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের অন্তর্গত সমাস থেকে আজ নির্বাচিত কিছু প্রশ্ন দেওয়া হলো। আমরা ধারাবাহিকভাবে এ আলোচনা ও অনুশীলনী তোমাদের জন্য প্রকাশ করব।
১। ‘করপল্লব’ কোন সমাস?
ক. উপমান কর্মধারয় খ. উপমিত কর্মধারয়
গ. তত্পুরুষ ঘ. বহুব্রীহি
২। কোনটি ‘ঈষৎ’ অর্থে অব্যয়ীভাব সমাস?
ক. আরক্তিম খ. আজীবন    
গ. আপাদমস্তক ঘ. আগমন
৩। উপমান শব্দের অর্থ?
ক. তুলনা     খ. তুলনীয় বস্তু      
গ. সাদৃশ্য     ঘ. প্রত্যক্ষ বস্তু
৪। কোনটি অলুক তত্পুরুষ?
ক. বিড়ালচোখা খ. দেশে-বিদেশে
গ. সোনার বাংলা ঘ. গায়েহলুদ
৫। ‘বাবা-মা’ এটি কোন সমাস?
ক.অব্যয়ীভাব   খ. প্রাদি          
গ. দ্বন্দ্ব ঘ. নিত্য
৬। গৃহকর্ত্রী কোন সমাসের উদাহরণ?
ক. ষষ্ঠী তত্পুরুষ খ. তৃতীয়া তত্পুরুষ
গ. চতুর্থী তত্পুরুষ ঘ. দ্বিতীয়া তত্পুরুষ
৭। ‘নদীমাতৃক’ শব্দটি কোন সমাস?
ক. বহুব্রীহি খ. অলুক দ্বন্দ্ব    
গ. দ্বিতীয়া তত্পুরুষ ঘ. কর্মধারয়
৮। কুশ ও লব = কুশীলব কোন সমাস?
ক. দ্বন্দ্ব সমাস     খ. তত্পুরুষ সমাস  
গ. বহুব্রীহি সমাস ঘ. কর্মধারয় সমাস  
৯। কোনটি নিত্য সমাস?
ক. কালসাপ খ. তেলেভাজা
গ. নিখরাঢা ঘ. নীলকণ্ঠ

আরও পড়ুন

১০। ‘স্বর্ণমণ্ডিত’ কোন ধরনের সমাস?

ক. দ্বন্দ্ব খ. তত্পুরুষ

গ. কর্মধারয় ঘ. বহুব্রীহি

১১। ‘ভ্রাতুষ্পুত্র’ কোন সমাস?

ক. তত্পুরুষ সমাস খ. বহুব্রীহি সমাস

গ. নিপাতনে সিদ্ধ সমাস ঘ. প্রাদি সমাস

১২। ‘উপকথা’ শব্দটি কোন সমাস?

ক. অব্যয়ীভাব খ. তত্পুরুষ

গ. দ্বিগু ঘ. বহুব্রীহি

১৩। ব্যতিহার বহুব্রীহির উদাহরণ—

ক. মুখচন্দ্র খ. কানাকানি

গ. আশীবিষ ঘ. সোনামুখো

১৪। ‘স্মৃতিসৌধ’ কোন সমাস?

ক. মধ্যপদলোপী কর্মধারয় খ. উপমান কর্মধারয়

গ. উপমিত কর্মধারয় ঘ. কোনোটিই নয়

১৫। কোনটি তত্পুরুষ সমাস?

ক. যা-তা   খ. নিরামিষ

গ. ঘোড়ার ডিম   ঘ. কোকিলকণ্ঠী

১৬। ‘গল্প প্রেমিক’ শব্দটি কোন সমাস?

ক. ষষ্ঠী তত্পুরুষ খ. দ্বিতীয়া তত্পুরুষ

গ. কর্মধারয় ঘ. উপমান কর্মধারয়

১৭। ‘বেতার’ কোন সমাস?

ক. তত্পুরুষ খ. অব্যয়ীভাব

গ. বহুব্রীহি ঘ. ক, খ, গ তিনটিই

১৮। ‘আয়ব্যয়’ পদের ব্যাসবাক্যসহ সমাস নিচের কোনটি শুদ্ধ?

ক. আয় দ্বারা ব্যয়—৩য়া তত্পুরুষ

খ. আয়ের সঙ্গে ব্যয়—মধ্যপদলোপী কর্মধারয়

গ. আয় ও ব্যয়—দ্বন্দ্ব

ঘ. আয়বিহীন ব্যয়—৩য় তত্পুরুষ

১৯। ‘প্রকৃষ্ট যে ভাত’ কোন সমাস?

ক. অব্যয়ীভাব খ. কর্মধারয়

গ. নিত্য সমাস ঘ. এগুলোর কোনোটাই নয়

২০। ‘চোখের বালি’ এই ব্যসবাক্য কোন সমাসের?

ক. অব্যয়ীভাব     খ. বহুব্রীহি

গ. অলুক তত্পুরুষ ঘ. উপপদ তত্পুরুষ

আগামী পর্বে থাকবে — সাধারণ জ্ঞান (বাংলাদেশ)

উত্তর

১। খ. উপমিত কর্মধারয় ২। ক. আরক্তিম ৩। খ. তুলনীয় বস্তু ৪। গ. সোনার বাংলা ৫। গ. দ্বন্দ্ব ৬। ক. ষষ্ঠী তত্পুরুষ ৭। ক. বহুব্রীহি ৮। ক. দ্বন্দ্ব সমাস ৯। ক. কালসাপ ১০। খ. তত্পুরুষ ১১। ক. তত্পুরুষ সমাস ১২। ক. অব্যয়ীভাব ১৩। খ. কানাকানি ১৪। ক. মধ্যপদলোপী কর্মধারয় ১৫। গ. ঘোড়ার ডিম ১৬। ক. ষষ্ঠী তত্পুরুষ ১৭। গ. বহুব্রীহি ১৮ । গ. আয় ও ব্যয় –দ্বন্দ্ব ১৯। গ. নিত্য সমাস ২০। গ. অলুক তত্পুরুষ

রাহাদ হোসেন (প্রাক্তন শিক্ষার্থী,ঢাবি), প্রভাষক, স্কুল অব জেনারেল এডুকেশন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ঢাকা

আরও পড়ুন