সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক) |পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি পর্ব-১৭

[প্রিয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী, গত পর্বগুলোর (পর্ব-১পর্ব-২পর্ব-৩পর্ব-৪পর্ব-৫পর্ব-৬পর্ব-৭পর্ব-৮পর্ব-৯পর্ব-১০পর্ব-১১পর্ব-১২পর্ব-১৩ , পর্ব-১৪, পর্ব-১৫পর্ব-১৬) ধারবাহিকতায় আমরা আজকে সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক) থেকে গুরুত্বপূর্ণ ২০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর দেখব। গত পর্বগুলোয় আমরা বাংলা বইয়ের বিভিন্ন অধ্যায়, উপন্যাস, ব্যাকরণ, সাধারণ জ্ঞান থেকে বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন দেখেছি।

সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক বিষয়ে আজ নির্বাচিত কিছু প্রশ্ন দেওয়া হলো। আমরা ধারাবাহিকভাবে এ আলোচনা ও অনুশীলনী প্রকাশ করব।

১. ইনোসিস কী?
ক. বিভক্ত জার্মানির একত্রীকরণ
খ. সাইপ্রাসকে গ্রিসের সঙ্গে যুক্তকরণের আন্দোলন
গ. ইতালির ঐক্য ঘ. আরব ঐক্যের ডাক
২. ‘পিস ম্যামোরিয়াল পার্ক’ কোথায় অবস্থিত?
ক. হিরোশিমা খ. নিউইয়র্ক
গ. টরন্টো ঘ. নাগাসাকি
৩. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া নিম্নের কোন দেশের অধীনে ছিল?
ক. যুক্তরাষ্ট্র খ. জাপান
গ. চীন ঘ. যুক্তরাজ্য
৪. উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া কবে স্বাধীন হয়?
ক. ১৯৪৪ সালে খ. ১৯৪৮ সালে
গ. ১৯৪৬ সালে ঘ. ১৯৪৭ সালে
৫. পানমুনজাম কী?
ক. তাইওয়ানের রাজধানী
খ. আগামী শীতকালীন অলিম্পিকের ভেন্যু
গ. আসিয়ানের সদর দপ্তর
ঘ. দুই কোরিয়ার মধ্যে একটি গ্রাম
৬. দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কী?
ক. বুশ হাউস খ. ব্লু হাউস
গ. ক্রেমলিন ঘ. হোয়াইট লজ
৭. বার্মার নাম নিম্নের কোন সালে মিয়ানমার করা হয়?
ক. ১৯৯০ সালে খ. ১৯৮৯ সালে
গ. ১৯৮৮ সালে ঘ. ১৯৯১ সালে
৮. উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম কত সালে একত্র হয়?
ক. ১৯৭৩ সালে খ. ১৯৭৪ সালে
গ. ১৯৭৫ সালে ঘ. ১৯৭৬ সালে
৯. ‘থাইল্যান্ড’ শব্দের অর্থ কী?
ক. উচ্চ ভূমি খ. নিম্ন ভূমি
গ. যুক্ত ভূমি ঘ. মুক্ত ভূমি
১০. কোন দেশটি অতীতে কখনো অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি?
ক. থাইল্যান্ড খ. মিয়ানমার
গ. ইন্দোনেশিয়া ঘ. মালয়েশিয়া

১১. আচেহ প্রদেশটি কোন দেশের অংশ?
ক. মালয়েশিয়ার খ. ইন্দোনেশিয়ার
গ. থাইল্যান্ডের ঘ. মিয়ানমারের
১২. পশ্চিম পাপুয়া কোন দেশের প্রদেশ?
ক. পাপুয়া নিউগিনির খ. অস্ট্রেলিয়ার
গ. ইন্দোনেশিয়ার ঘ. মালয়েশিয়ার
১৩. পূর্ব তিমুরের রাজধানী?
ক. মালে খ. থিম্পু
গ. দিলি ঘ. উলানবাটোর
১৪. কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে অবস্থিত?
ক. হল্যান্ড খ. ফিনল্যান্ড
গ. আয়ারল্যান্ড ঘ. বেলজিয়াম
১৫. স্ক্যান্ডিনেভীয় দেশ নয়?
ক. ইতালি খ. নরওয়ে
গ. সুইডেন ঘ. ডেনমার্ক
১৬. নিচের কোন দেশটি স্ক্যান্ডিনেভীয় দেশ নয়?
ক. সুইডেন খ. হল্যান্ড
গ. ফিনল্যান্ড ঘ. নরওয়ে
১৭. মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন বিখ্যাত হয়েছিলেন কেন?
ক. স্ট্যাচু অব লিবার্টি বক্তৃতা খ. অ-হস্তক্ষেপ তত্ত্ব
গ. ১৪ দফা ঘোষণা ঘ. কোনোটি নয়
১৮. নরওয়ের রাজধানীর নাম কী?
ক. হেলসিংকি খ. কোপেনহেগেন
গ. ব্রাসেলস ঘ. অসলো
১৯. ‘শারম আল শেখ’ কী?
ক. মিসরের অবকাশকেন্দ্র খ. আরব আমিরাতের সমুদ্রবন্দর
গ. ব্রিটেনের পর্যটনকেন্দ্র ঘ. বিখ্যাত ভূ-উপগ্রহ কেন্দ্র
২০. সুদানের রাজধানী?
ক. মোগাদিসু খ. ত্রিপলি
গ. খার্তুম ঘ. কায়রো

সঠিক উত্তর:

১. খ, ২.ক, ৩.খ, ৪.খ, ৫. ঘ, ৬. খ, ৭.খ, ৮. ঘ, ৯.ঘ, ১০. ক,

১১. খ, ১২. গ, ১৩. গ, ১৪. খ, ১৫.ক, ১৬.খ, ১৭. গ, ১৮. ঘ, ১৯.ক, ২০. গ

রাহাদ হোসেন (প্রাক্তন শিক্ষার্থী,ঢাবি), প্রভাষক, স্কুল অব জেনারেল এডুকেশন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ঢাকা