সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক) | পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি পর্ব-১৮

[প্রিয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী, গত পর্বগুলোর (পর্ব-১পর্ব-২পর্ব-৩পর্ব-৪পর্ব-৫পর্ব-৬পর্ব-৭পর্ব-৮পর্ব-৯পর্ব-১০পর্ব-১১পর্ব-১২পর্ব-১৩ , পর্ব-১৪পর্ব-১৫, পর্ব-১৬ ও পর্ব-১৭) ধারবাহিকতায় আমরা আজকে সাধারণ জ্ঞান (আন্তর্জাতিক) থেকে গুরুত্বপূর্ণ ২০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর দেখব। গত পর্বগুলোয় আমরা বাংলা বইয়ের বিভিন্ন অধ্যায়, উপন্যাস, ব্যাকরণ, সাধারণ জ্ঞান থেকে বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন দেখেছি।

সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক বিষয়ে আজ নির্বাচিত কিছু প্রশ্ন দেওয়া হলো। আমরা ধারাবাহিকভাবে এ আলোচনা ও অনুশীলনী প্রকাশ করব।

১. কোন বিপ্লবের মধ্য দিয়ে বাস্তিল দুর্গের পতন ঘটে?
ক. আমেরিকান বিপ্লব খ. ফরাসি বিপ্লব
গ. বলশেভিক বিপ্লব ঘ. ইংলিশ বিপ্লব
২. কোন ঐতিহাসিক ঘটনার জন্য ১৭৮৯ সাল বিখ্যাত?
ক. যুক্তরাষ্ট্রের স্বাধীনতা খ. ওয়াটার লুর যুদ্ধ
গ. ফরাসি বিপ্লব ঘ. শিল্পবিপ্লব
৩. কোন রাজার শাসনামলে ফরাসি বিপ্লব সূচিত হয়?
ক. ত্রয়োদশ লুই খ. চতুর্দশ লুই
গ. পঞ্চদশ লুই ঘ. ষোড়শ লুই
৪. ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে?
ক. রুশোকে খ. জন লককে
গ. ভলতেয়ারকে ঘ. নেপোলিয়ানকে
৫. নেপোলিয়ন কোথায় জন্মগ্রহণ করেন?
ক. সিসিলি খ. মাল্টা
গ. কর্সিকা ঘ. সার্দিনিয়া
৬. Which among the following battles was not fought by Napoleon?
ক. Battle of Waterloo খ. Battle of Leipzig
গ.  Battle of Trafalgar ঘ. Battle of the Jutland
৭. ফ্রান্সের মহান সম্রাট নেপোলিয়নের জীবনাবসান হয় কোথায়?
ক. ওয়াটার লু নামক স্থানে খ. দ্বীপ এনাবার্তে
গ. ভার্সাই নগরীতে ঘ. সেন্ট হেলেনা দ্বীপে
৮. আইফেল টাওয়ার কোথায় অবস্থিত?
ক. লন্ডন খ. মিউনিখ
গ. হংকং ঘ. প্যারিস
৯. ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কী?
ক. মারদেকা প্রাসাদ খ. এলিসি প্রাসাদ
গ. বাকিংহাম প্রাসাদ ঘ. মানালা প্রাসাদ
১০. বিসমার্ক কে ছিলেন?
ক. ফ্রান্সের প্রেসিডেন্ট খ. জার্মানির চ্যান্সেলর
গ. ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঘ. অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী

আরও পড়ুন
আরও পড়ুন

১১. জার্মানির প্রথম মহিলা চ্যান্সেলর কে?
ক. মাইকেল অ্যাঞ্জেলা খ. অ্যাঞ্জেলা মার্কেল
গ. মাইকেল গ্রিফিন ঘ. পল উলফোভিত্স
১২. অ্যাডলফ হিটলার কোন দেশে জন্মগ্রহণ করেন?
ক. অস্ট্রিয়া খ. ইতালি
গ. জার্মানি ঘ. ফ্রান্স
১৩. Mein-Kampf–এর লেখক কে?
ক. উইনস্টন চার্চিল খ. কার্ল মার্ক্স
গ. অ্যাডলফ হিটলার ঘ. আবুল কালাম
১৪. হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কী ছিল?
ক. ফুয়েরার খ. সিআইএ
গ. কেজিবি ঘ. গেস্টাপো
১৫. বার্লিনের দেয়াল কত সালে নির্মিত হয়েছিল?
ক. ১৯৪৬ খ. ১৯৪৮
গ. ১৯৬১ ঘ. ১৯৬২
১৬. বার্লিন প্রাচীর তৈরি করেছিল কারা?
ক. সাবেক পূর্ব জার্মানি খ. সাবেক পশ্চিম জার্মানি
গ. দুই জার্মানি একত্রে ঘ. রাশিয়া
১৭. বার্লিন দেয়াল কত সালে ভেঙে ফেলা হয়?
ক. ১৯৬১ খ. ১৯৭৫
গ. ১৯৮৯ ঘ. ১৯৯০
১৮. আনুষ্ঠানিকভাবে দুই জার্মানি একত্র হয় কবে?
ক. ২ অক্টোবর ১৯৯০ খ. ৩ অক্টোবর ১৯৯০
গ. ৪ নভেম্বর ১৯৯০ ঘ. ৫ ডিসেম্বর ১৯৯০
১৯. Renaissance কথাটির অর্থ কী?
ক. মৃত্যু খ. বার্ধক্য
গ. প্রৌঢ়ত্ব ঘ. নবজীবন
২০. বেনিটো মুসোলিনি কোন দেশের নেতা ছিলেন?
ক. ফ্রান্স খ. ব্রিটেন
গ. ইতালি ঘ. পর্তুগাল
সঠিক উত্তর:
১.খ, ২.গ, ৩.ঘ, ৪.ঘ, ৫.গ, ৬.ঘ, ৭.ঘ, ৮.ঘ, ৯.খ, ১০.খ,

১১.খ, ১২.ক, ১৩.গ, ১৪.ঘ, ১৫.গ, ১৬.ক, ১৭.গ, ১৮.খ, ১৯.ঘ, ২০.গ

রাহাদ হোসেন (প্রাক্তন শিক্ষার্থী,ঢাবি), প্রভাষক, স্কুল অব জেনারেল এডুকেশন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ঢাকা

আরও পড়ুন